নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ – একদিকে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। এর মধ্যেই যেন গোদের উপর বিষফোঁড়া। সোমবার প্রায় অন্ধকারে ডুবে গিয়েছিল ওয়াঘার ওপার। ইসলামবাদ, করাচি থেকে লাহোর সব জায়গাতেই ছিল না বিদ্যুৎ। বালুচিস্তানের কোয়েটা থেকে গুড্ডুর মধ্যে হাই-টেনশন ট্রান্সমিশন লাইনে প্রযুক্তিগত ত্রুটির জন্য বিদ্যুৎ ছিল না বলে জানায় পাকিস্তানের বিদ্যুৎ দফতর। এবার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তদন্তের নির্দেশ দেন। এদিন পাকিস্তানের বিদ্যুৎ দফতর এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সকাল ৭.৩৪ মিনিটে বালুচিস্তানের কোয়েটা থেকে গুড্ডুর মধ্যে হাই-টেনশন ট্রান্সমিশন লাইনে প্রযুক্তিগত ত্রুটি হয়। এই জন্য বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির প্রভাব পড়েছে ইসলামাবাদের ১১৭টি গ্রিড স্টেশনে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগতে পারে’।
উল্লেখ্য, পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আরশাদ মালিক নামের এক কর্তা জানিয়েছেন, ‘আমাদের কাছে ওষুধ তৈরির সামগ্রি আগামী দু মাসের জন্য সঞ্চিত ছিল। তবে এখন তা প্রায় শেষের দিকে এসে গিয়েছে। বলাই বাহুল্য, আমাদের কাছে আর মাত্র দু দিনের ওষুধ তৈরির সামগ্রি রয়েছে। উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক যা পরিস্থিতি, তাতে ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে আশঙ্কা। সে দেশে কেজি প্রতি ঘিয়ের দাম ২৫০০ টাকা।
সূত্রের খবর, প্রতি কেজি চিকেনের দাম ৭০০ টাকা, ভোজ্য তেলের দাম ৪৮০ টাকা, চালের দাম ১৪৫ টাকা, বিনসের দাম ১৬০ টাকা, মাটনের দাম ১১০০ টাকা, দুধ ১৫০ টাকা প্রতি লিটার, এক ডজন কলার দাম ১১৯ টাকা, দেশি ঘির দাম ১৮০০-২৫০০ টাকা। গত মাসে স্থানীয় মুদ্রায় চিকেনের দাম ছিল ৩০০ টাকা। এখন সেই চিকেরন দাম প্রতি কেজি ৭০০ টাকায় এসে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা না থাকার জন্য পাকিস্তানের বন্দরে আটকে রয়েছে ডালের ৬ টি কন্টেনার।
শিপিং কোম্পানিগুলি সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান যদি ৪৮ মিলিয়ন ডলার দেয় তবেই তারা কন্টেনার ছাড়বে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান তার প্রাথমিক বিভাগে ডাল রাখেনি বলে জানিয়েছেন ইব্রাহিম। এই পরিস্থিতিতে পাকিস্তান জুড়ে শুরু হয়েছে বিক্ষোভের ঝড়। এক বছর আগে পাকিস্তানে পেঁয়াজের দাম ছিল কিলো প্রতি ৩৬ টাকা। বর্তমানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রতি কিলো ২২০ টাকা। সর্ষের তেলের দাম লিটার প্রতি ৫৩২ টাকা।
ডিজেলের দাম ৬১ শতাংশ এবং পেট্রোলের দাম ৪৮ শতাংশ বেড়েছে। গত ১০ বছরে এত মুদ্রাস্ফীতি হয়নি পাকিস্তানে। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের শহর লাহোরের বাজারে ময়দার দাম ঊর্ধ্বমুখী। বর্তমানে লাহোরের খোলা বাজারে ১৫ কেজি ময়দার প্যাকেট বিক্রি হচ্ছে ২০৫০ টাকায়। একই অবস্থা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও। গত দু দিনে তিন বার বেড়েছে ময়দার দাম। প্রতি মন গমের দাম পাকিস্তানে ৫০০০ টাকা। রাওয়ালপিন্ডিতে ১ কেজি আটার দাম ১৫০ টাকা।
পঞ্জাব প্রদেশে ১৫ কেজি গমের বস্তা ২২৫০ টাকা। ২০ কেজি আটার বস্তার দাম বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩১০০ টাকা। পাকিস্তানের কাছে যা বিদেশী মুদ্রা রয়েছে, তাতে আর তিন সপ্তাহ চলবে। পাকিস্তানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পৌঁছে গিয়েছে ১০ হাজার টাকায়। বিয়ের জন্য বাড়ি ভাড়া থেকে শুরু করে শপিং মল তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বৈদ্যুতিক পাখা এবং বাল্ব উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ