IOCL - এ অ্যাপ্রেন্টিস পদে বিশাল শূন্যপদে চাকরির সুযোগ

সেপ্টেম্বর ২৮, ২০২২ বিকাল ০৬:৩২ IST

IOCL - এ অ্যাপ্রেন্টিস পদে ১৫৩৫ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে

শিক্ষাগত যোগ্যতা - ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য । এছাড়াও অ্যাটেনডেন্ট অপারেটর / ফিটার / বয়লার / সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট /  অ্যাকাউন্ট্যান্ট ট্রেডে বি.এ / বিএসসি / বিকম পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। এছাড়া টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে কেমিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইন্সট্রুমেন্টেশন ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকলে আবেদনের যোগ্য।

বয়স - বয়স হতে হবে ৩০.০৯.২০২২ তারিখের হিসাবে ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে ।

শূন্যপদ - মোট ১৫৩৫ টি ।

প্রার্থী বাছাই - প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন পদ্ধতি - আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে https://iocl.com এই ওয়েবসাইটের মাধ্যমে ২৩.১০.২০২২ তারিখের মধ্যে।
বিশদে জানতে - https://iocl.com এই ওয়েবসাইট দেখুন ।

ভিডিয়ো

Kitchen accessories online