নিজস্ব প্রতিনিধি, হাওড়া - রবিবার রাতে বাঁকড়া রাজীব পল্লিতে বাড়িবাড়ি ঢুকে লাঠি, বাঁশ, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে দূস্কৃতীরা হামলা চালায়। হামলা করে কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়, কারোর হাত ভাঙে, কারোর আঙুল থেঁতলে দেওয়া হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
সোমবার আক্রান্তদের দেখতে হাওড়া হাসপাতালে এলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজিব ব্যানার্জি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, "বিজেপিকে ভোট দেওয়া কি অপরাধ? এটা গণতান্ত্রিক রাজ্য। আজকে তৃণমূল বুঝতে পেরেছে তারা হেরে যাবে। তাই সন্ত্রাস বাহিনী নিয়ে জায়গায় জায়গায় সাধারণ মানুষদের আক্রমণ করছে।"
তিনি আরও মন্তব্য করেন, রাজ্য পুলিশ এই হামলায় তৃণমূলকে সহায়তা করেছে। নির্বাচন কমিশন ও স্থানীয় জেলা প্রশাসনের কাছে CRPF ফোর্স দেওয়ার দাবি রাখা হয়েছে।