নিজস্ব প্রতিনিধি, পানাজি - আগামী ১৯শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল। আইএসএলের প্রথম ম্যাচেই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। মরসুমের প্রথম ডার্বি হবে আগামী ২৭শে নভেম্বর।
করোনা আবহে গতবার গোয়ায় হয়েছিল আইএসএল। এবারও টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে গোয়াতেই। এবারও তিনটে স্টেডিয়ামে হবে আইএসএলের ম্যাচগুলো। প্রত্যকেবারের মত এবারেও স্টার স্পোর্টসে আইএসএলের সমস্ত ম্যাচ গুলি দেখা যাবে।
প্রথম দিকে এসসি ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি না তা নিয়ে সংশয় থাকলেও। এখন আর সেই সংশয় নেই। একমাস আগেই তারা গোয়ায় পৌঁছে গিয়েছে এবং অনুশীলনও শুরু করে দিয়েছে। গোয়ায় একের পর এক প্রস্তুতি ম্যাচ জিতেছে তারা। লাল হলুদ স্ট্রাইকার চিমা দুরন্ত ছন্দে আছেন।
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫