নিজস্ব প্রতিনিধি, দোহা – ফের বিশ্বকাপে অঘটন। শেষ ষোলোর ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে শক্তিশালী স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেল মরক্কো। ইউরো কাপের পর বিশ্বকাপের মঞ্চেও টাইব্রেকারে হেরে গেল স্প্যানিশ আর্মাডারা। টাইব্রেকারের জন্য বিশেষ প্রস্তুতি কাজে এল লুইস এনরিকের দলের। ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন। এই প্রথমবার বিশ্বকাপের শেষ আটে পৌঁছল মরক্কো।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে থাকে স্পেন। ৪ মিনিটের মধ্যেই মরোক্কোর ডিফেন্ডারদের পরাস্ত করে পেদ্রি পাস দেন গাভিকে। যদিও বল জালে জড়ানোর আগেই ক্লিয়ার করে দেয় মরক্কো। ছেড়ে দেওয়ার পাত্র নয় মরক্কোও। আক্রমণে ওঠে তারা। ১২ মিনিট নাগাদ বক্সের সামান্য সামনে ফ্রি-কিক পায় তারা। শট নেন হাকিমি। তবে তা ক্রসবারের উপর দিয়ে চলে যায়। গোলের সুযোগ নষ্ট হয় মরক্কোর।
এরপর ২২ মিনিটে হাকিম জিয়েচ জোরালো শট নেন। তবে ডানি ওলমো হেড করে বিপদমুক্ত করেন স্পেনকে। ২৬ মিনিট নাগাদ গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় স্পেন। তবে মার্কো আসেনসিও গোল করতে ব্যর্থ। তার শট বার পোস্টের গায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। এরপর দুই দলের মধ্যে তুল্যমূল্য লড়াই হলেও গোলের খাতা খুলতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে। ৫৫ মিনিটে বক্সের কিছুটা সামনে ফ্রি-কিক পেয়ে যায় স্পেন। অ্যাসেনসিও ফ্রি-কিক থেকে ওলমোকে পাস দেন। জোরালো শট মারেন ওলমো। কিন্তু এবারও গোলের দেখা পাওয়া গেল না। ৮১ মিনিটে বক্সের ডান দিক থেকে নিকো উইলিয়ামসের একটি অসাধারণ পাস পান মোরাতা। তিনি বলটি ধরে বক্সের দিকে এগোন। কিন্তু পাস বাড়ানোর জন্য কাউকে পাননি। ফলে সুযোগ তৈরি হয়েও কাজে লাগাতে পারল না স্পেন।
নির্ধারিত সময় পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। তখন ম্যাচের ফলাফল ০-০। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে। গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ দু দলই। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানে ৩-০ ব্যবধানে জয় পেল মরক্কো। পেনাল্টি শুট-আউটে তিনটে সেভ করে ম্যাচের নায়ক হয়ে গেলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। আনন্দে আত্মহারা মরক্কোর সমর্থকরা।
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস
মৃত্যুকালে পারভেজ মুসারফের বয়স হয়েছিল ৭৯ বছর