নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সমগ্র ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন। ইতিহাসকে সাক্ষী রেখে আজ নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ পুজোর মধ্য দিয়েই দ্বার উদ্ঘাটন হয়েছে নতুন সংসদ ভবনের। যাকে ঘিরে আপাতত সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবার মুখেই তারিফ নতুন সংসদ ভবনের।
গত রাত থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। শাহরুখ খান নতুন সংসদ ভবনের একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেই সঙ্গে লেখেন, ' যারা আমাদের সংবিধানের মাথা উঁচু রাখে, এই মহান জাতির প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং জনগণের বৈচিত্র্য রক্ষা করে তাদের জন্য কী চমৎকার নতুন বাড়ি @নরেন্দ্রমোদিজি। নতুন ভারতের জন্য একটি নতুন সংসদ ভবন, সঙ্গে ভারতের সুপ্রাচীন গৌরবের স্বপ্নগুলিকে সঙ্গে নিয়ে। জয় হিন্দ। #আমার সংসদ আমার অহংকার (#MyParliamentMyPride)।’
শাহরুখ খানের এই প্রশংসা ভরা ট্যুইটের জবাবে মোদি লিখলেন, ‘খুব সুন্দরভাবে বিশ্লেষন করা। নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি ও অগ্রগতির প্রতীক। এটি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশ্রণ ঘটায়। #আমার সংসদ আমার অহংকার (#MyParliamentMyPride)।’
এদিকে আরও একটি ইতিহাস স্থাপন করে রবিবারই উদ্বোধন হওয়ার কথা রয়েছে ৭৫ টাকার কয়েনের। সঙ্গে এই বিশেষ দিনে একটি নতুন স্ট্যাম্পও উন্মোচন হবে। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট ১ হাজার ২৮০ জন সদস্যকে স্থান দেওয়া যাবে লোকসভাতেই।
এদিকে রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানের বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি বিরোধী দল রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে। ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ষজ্ঞে বসেছেন মোদি। দুপুর আড়াইটের সময় ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর।
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক, জানালেন ঋতাভরী
মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে মিমি চক্রবর্তীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর
রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস
২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিবাহ করেন পরীমণি
বিরাট কোহলিকেও সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন শুভনীত সিং
সেখানে ২২ তলার একটি অভিজাত আবাসন গড়ে তোলা হবে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন মিসেস লাইশরাম
আদালতে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া
মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা
বলিউডের মতো দক্ষিণী ইন্ড্রাস্ট্রির নামী তারকারা তাদের বাড়ি বিনায়কের পুজো করেছেন
দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মিরা