নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর হানার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকির হোসেন শুধুমাত্র তৃণমূল করেন বলে বাড়িতে আয়কর হানা বলেই মনে করছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন,'জাকির একটা বিড়ি শিল্পপতি। তোমার যদি দোষ থাকে তাহলে তুমি নিশ্চয়ই ব্যবস্থা নেবে।ওর যে ২০ হাজার বিড়ি কর্মী আছেন, সেটা দেখো না। তাদের বেতন কি ব্যাঙ্কে দেবে। কটা বিড়ি শ্রমিকের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? কটা চাষীর ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে?'
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, 'জাকির বুঝে নেবে ওরটা। ওকে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল। আমার দুর্ভাগ্য, কোনও একজনকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কাজ করার জন্য। তিনি লাইন করে কোন লোকটা শক্তিশালী তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আমি বলি পরের বাড়িতে পাঠানোর আগে আয়নায় নিজের মুখটা তো দেখুন। নিজেদের বাড়িগুলি ইডি-সিবিআইকে দিয়ে সার্চ করান। তারপরে তৃণমূলের করবেন।'
কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন,'আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীকে বঙ্গভবন থেকে গ্রেফতার করে নিয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলব, বঙ্গভবন রাজ্য সরকারের সম্পত্তি। কেউ যদি বিনা অনুমতিতে প্রবেশ করে আমাদেরও আইনত ব্যবস্থা নিতে হবে। গুজরাত পুলিশ সঙ্গে দিল্লি পুলিশকে এনে বঙ্গভবনের সমস্ত সিসিটিভি খুলে নিয়েছে। এই প্রশ্ন কেউ তুলবেন না।'
তিনি আরও জানিয়েছেন,'আমি বুলডোজারের পক্ষে নেই। কিন্তু গণতন্ত্রে যারা বুলডোজার চালায়, তাদের আমি বলে দিই বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে। সমস্যা তো মানুষের থাকে। একটা সমস্যা হলে আরেকটা সমস্যা চলে আসে। কারোর কথা শুনে কোনও কুত্সা অপপ্রচারে পা দেবেন না।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে