অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ জানিয়ে জামাইকে ষাট ষষ্ঠীর বাতাস করার ইতিহাস না জানলে দেখে নিন কেন প্রচলন হলো জামাই ষষ্ঠী। বাঙালিদের যেমন ১২ মাসে ১৩ পার্বণ তেমনই এই মাসগুলোতে বিভিন্ন ধরনের ব্রত পালনের নিয়মাবলীও আছে। তার মধ্যে এই জামাই ষষ্ঠীও একটি ব্রতর মধ্যেই পড়ে। কন্যার সুখী দাম্পত্য জীবন ও সংসারের কামনায় জামাইষষ্ঠী করেন মা-বাবারা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করেন মেয়ের মায়েরা।
জামাই ষষ্ঠী প্রচলনের ইতিহাস - একসময়ে বাংলার মেয়েরা ঘরকন্যাই থাকতেন। সেই সঙ্গে বহুবিবাহ প্রচলন ছিল সমাজে। এই অবস্থায় জামাইকে খুশি রাখার চেষ্টায় থাকতেন মেয়ের বাড়ির সকলে। জামাই যাতে অসন্তুষ্ট না হয় অর্থাৎ মন যাতে তাদের মেয়ের প্রতি বিরক্ত না হয় তাই জামাই ষষ্ঠীতে জামাইকে আপ্যায়ন করে এলাহী আয়োজন করতেন। তখন সমাজে অনেক বাধানিষেধ ছিল। ফলে জামাইকে আমন্ত্রণ করলে বছরে অন্তত একটিবার মেয়ের দেখাও পেত মেয়ের বাপের বাড়ির লোকজন।
এই সব কারণে জামাই ষষ্ঠী বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রথা হয়ে উঠলো। এই জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে পালন করা হয়। মনে করা হয়, ষষ্ঠী হলো মাতৃত্বের প্রতীক। তাঁর বাহন বিড়াল। মেয়ের দাম্পত্য-সুখ তো আছেই সঙ্গে সন্তান লাভের কামনায় মেয়ে জামাইদের আপ্যায়নের প্রথা চলে আসছে বাঙ্গালীর ঘরে ঘরে।
জামাইষষ্ঠীর ব্রতকথা - এক নিপীড়িত মহিলাকে আশীর্বাদ করেছিলেন দেবী ষষ্ঠী। দেবী জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে অরণ্যষষ্ঠী ব্রতের বিধি জানালেন। ওই দিনে মেয়ে-জামাইকে নেমন্তন্ন করেছিলেন সেই নিপীড়িত মহিলা। জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম-কাঁঠালের বাটা দিতে হবে এই নিয়ম চালু হলো এবং সেই থেকেই জ্যেষ্ঠ মাসের এই দিনটি জামাইষষ্ঠী হিসেবেও উদযাপিত হয়ে আসছে।
কাহিনী - এক পরিবারের বধূ নিজে খাবার চুরি করে খেয়ে পোষা বিড়ালের নামে দোষ দিত। সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। সেই বিড়াল মা ষষ্ঠীর কাছে নালিশ করে যে সেই বউটি নিজে খাবার খেয়ে তার নামে দোষ দেয়।একদিন এক জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে তার শ্বাশুড়ি ব্রত পালনের জন্য পায়েস, মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাবার আগে বউকে সেগুলো দেখতে বলে গেলেন। বউ খাবার দেখে লোভ সামলাতে পারলেন না। সব একটু একটু করে খেয়ে বিড়ালটার নামে দোষ দেওয়ার জন্য একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দেয় এরপর শাশুড়ি যখন এলেন বউ যথারীতি বিড়ালটার নামে দোষ চাপিয়ে বিড়ালটাকেই দু'চার ঘা মেরেও দেয়।তখন মনের দুঃখে সেই বিড়ালটা কেঁদে কেঁদে মা ষষ্ঠীর কাছে জানালেন।
মা এই বিষয়ের প্রতিকার করার আশ্বাস দিলেন। কয়েকমাস পর বউয়ের সন্তান হলে একদিন সকালে সে ঘুম ভেঙে দেখল ছেলে তার কাছে নেই। আর কখনোই ছেলের খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর পর সাত সাতটি সন্তান নিখোঁজ হয়ে গেল। এরপর থেকে পাড়ার লোকেরা তখন তাকেই এর জন্য দায়ী করলো। এই অপবাদ সহ্য করতে না পেরে বনে এসে বউটি ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকে। মা ষষ্ঠীর দয়া হলে তাঁর কৃপায় সেই বউ সাত সন্তান ফিরে পায় এবং সবাই মা ষষ্ঠীর পুজো করতে থাকে। তারপর সন্তানেরা বড় হয়ে এলে তাদের বিয়ে হয়।
তিথির সময় আচার,রীতি নীতি ও ২০২৩ সালের জামাই ষষ্ঠীর তিথি ?
এই বছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী ২৫ মে অর্থাৎ ১০ জ্যৈষ্ঠ ১৪৩০, বৃহস্পতিবার। ষষ্ঠী শুরু হবে ১০ জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ৩টে ২৮ মিনিটে এবং ষষ্ঠী ছেড়ে যাবে ১১ জ্যৈষ্ঠ বিকেল ৫টা ২৬ মিনিটে।
জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হলে এই বছর তিথি অনুসারে আপনারা খুবই সুন্দরভাবে পালন করতে পারেন।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক