নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এইতো দিন কয়েক আগে ঝগড়া ,দ্বন্দ্ব, কান্নাকাটিতে ভেঙে পরেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তবে আবারো রঙিন মেজাজে ধরা দিলেন মদন। কেননা আজ জামাইষষ্ঠী। কুঁচি দেওয়া ধুতি আর নতুন পাঞ্জাবি পরে জামাই সাজলেন মদন মিত্র। একেবারে নীলাম্বর রূপে আজ সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মদন বাবু।
মদন মিত্রকে নীলাম্বর বেশে বেশ লাভলী দেখাচ্ছিল। দুপুর নাগাদ সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকখানা ছবি পোস্ট করেছেন মদন বাবু ।যেখানেই তাকে নীল রংয়ের কারুকার্য করা একটি পাঞ্জাবী ও ধুতিতে দেখা দিয়েছে , তবে পায়ের ছিল অন্যরকম জুতো। পায়ে ছিল হলুদ রঙের ক্রক্স। চোখে সানগ্লাস। একেবারে সানগ্লাস পরে জোড়া চিহ্ন অর্থাৎ বিক্রি ভিক্টরি সাইন দেখিয়ে ছবি পোস্ট করেছেন তিনি,সঙ্গে ক্যাপশনে লিখেছেন “ও লাভলী, শুভ জামাই ষষ্ঠী”।
তবে সঙ্গে তিনি একাই ছিলেন না দুজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে ছিল।তাদের সঙ্গে ছিল বড় সাইজের মাছ ,এ যেন একেবারে সাক্ষাৎ গোপাল ভাড়। এদিকে ঠিক কিছুক্ষণ পরে আবার নিজের কতগুলি ছবি দিয়ে ভিডিও বানিয়ে ঠাকুর জামাই এলো বাড়িতে গান দিয়ে পোষ্ট করলেন।ক্যাপশনে লিখেছেন ," আই এম এ লাভলী ম্যান "এই লিখেই তিনি সোশ্যাল মিডিয়ায় পাতায় পোস্ট করেছেন। বরাবরের মতো এবারও সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি পোস্ট করতে এই মুহূর্তের মধ্যে তা হয়ে যায় ভাইরাল তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার কমেন্ট বক্সে। যদিও কটাক্ষ রয়েছে তবে সেদিকে হুশ না দিয়েই মন খুলে জামাইষষ্ঠী পালন করলেন লাভলি জামাই মদন বাবু।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক