নিজস্ব প্রতিনিধি , আমেদাবাদ - জামিন পাওয়ার পর ফের গ্রেফতার করা হল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। কোনও রকমের ওয়ারেন্ট ছাড়াই তাকে হেনস্থা করে ফের গ্রেফতার করা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি টুইট করেন।
মৌরবীতে ব্রিজ ভেঙে পরেছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছিল।গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছিলো, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আসল তথ্য তুলে ধরে প্রতিবাদ করায় গ্রেফতার করা হয় সাকেত গোখলেকে। এটা প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছিলেন তিনি।
এরপর জামিন পাওয়ার ৪৮ ঘন্টার ব্যবধানে ফের গ্রেফতার করা হল তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্রকে। আহমেদবাদে সাইবার থানা থেকে বেরোনোর পথে তাকে গ্রেফতার করা হয়। কোনো নোটিশ কোনো ওয়ারেন্ট ছিল না, তা সত্ত্বেও কেন গ্রেফতার প্রশ্ন তুলেছেন ডেরেক ও ব্রায়েন।
ডেরেক ও ব্রায়েন টুইটে লিখেছেন, '৮ ডিসেম্বর, রাত ৮.৪৫ মিনিটে, সাকেত গোখলে যখন আমেদাবাদের সাইবার পুলিশ স্টেশন থেকে বের হচ্ছিলেন, তখন গুজরাত পুলিশের দল তাকে কোনো নোটিশ/ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে এবং একটি অজানা জায়গায় নিয়ে যায়। এটা খুবই নিন্দনীয়।'
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ