নিজস্ব প্রতিনিধি, টোকিও - ফের জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ স্থানীয় সময় বেলা ১১ টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। এরপরই জাপান তার পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে। এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৬। যদিও এর জেরে এখনও পর্যন্ত প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। জাপান তার দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে সুনামির হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও একাধিক মাধ্যমে আজ সকালে দেশটির আবহাওয়া সংস্থা পশ্চিম প্রশান্ত মহাসাগরে ওই ভূমিকম্পের পরে সুনামির আগাম সতর্ক জারি করে।
এছাড়া আবহাওয়া দফতর জাপানের ইজু দ্বীপপুঞ্জে ১ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে৷ পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।