জাতীয় গেমস, টেবিল টেনিসে সোনা জয় বাংলার মেয়েদের

সেপ্টেম্বর ২২, ২০২২ দুপুর ০২:০৬ IST
632c1e7527352_WhatsApp Image 2022-09-22 at 2.05.21 PM

নিজস্ব প্রতিনিধি, সুরাট - দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গেমস। যদিও এখনও সরকারিভাবে এই টুর্নামেন্ট শুরু হয়নি। তবে বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপ থাকার কারণে আগেই শুরু করে দেওয়া হয়েছে টেবল টেনিস ইভেন্ট। এই ইভেন্টেই সোনা জিতল বাংলার মেয়েরা এবং পুরুষরা জিতল ব্রোঞ্জ।

৩৬তম জাতীয় গেমসে টিটির ইভেন্ট হয় গুজরাতের সুরাটে। মেয়েদের টেবল টেনিস ইভেন্ট ফাইনালে বাংলার প্রতিপক্ষ ছিল মহারাষ্ট্র। বাংলার মেয়েরা দাপটের সঙ্গে মহারাষ্ট্রকে হারিয়ে সোনার পদক গলায় ঝোলাল। ৩-১ ব্যবধানে জিতেছে বাংলা। উল্লেখ্য, গুজরাতের মোট ৬ টি ভেন্যুতে ৩৬তম জাতীয় গেমসের ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।

ভিডিয়ো

Kitchen accessories online