নিজস্ব প্রতিনিধি, সুরাট - দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গেমস। যদিও এখনও সরকারিভাবে এই টুর্নামেন্ট শুরু হয়নি। তবে বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপ থাকার কারণে আগেই শুরু করে দেওয়া হয়েছে টেবল টেনিস ইভেন্ট। এই ইভেন্টেই সোনা জিতল বাংলার মেয়েরা এবং পুরুষরা জিতল ব্রোঞ্জ।
৩৬তম জাতীয় গেমসে টিটির ইভেন্ট হয় গুজরাতের সুরাটে। মেয়েদের টেবল টেনিস ইভেন্ট ফাইনালে বাংলার প্রতিপক্ষ ছিল মহারাষ্ট্র। বাংলার মেয়েরা দাপটের সঙ্গে মহারাষ্ট্রকে হারিয়ে সোনার পদক গলায় ঝোলাল। ৩-১ ব্যবধানে জিতেছে বাংলা। উল্লেখ্য, গুজরাতের মোট ৬ টি ভেন্যুতে ৩৬তম জাতীয় গেমসের ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।