নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের আইনি জটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারাত্মক অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে কি করে জাতীয় সড়কে মিছিল , এরকম একাধিক প্রশ্ন তুলে হাইকোর্টে অভিষেকের বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু।
এদিন শুভেন্দুর মামলায় দাবি করা হয়েছে , জাতীয় সড়ক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সভা করা হয়েছে। জাতীয় সড়ক আইন অনুযায়ী , বিনা অনুমতিতে রাস্তা আটকে এভাবে মিছিল করা যায় না। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি সম্ভাবনা।
বিজেপির দাবি , রাজ্য জুড়ে শুভেন্দুর মামলা নিয়ে প্রশাসন দ্বিচারিতা করছে। একদিকে অভিষেক যখন যেখানে ইচ্ছা সভা করছে , ঠিক অপরদিকে বিজেপি কোনো সভার অনুমতি দেওয়া হচ্ছে না। ভুলেও যদি অনুমতি দিচ্ছে পরমুহূর্তেই তা বাতিল করে দেওয়া হচ্ছে। প্রত্যেক সভা নিয়ে আদালতে যেতে হচ্ছে।
গত ২৫ শে এপ্রিল কোচবিহার থেকে ২ মাসের জন্য নয়া কর্মসূচি ঘোষণা করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জোরকদমে চলছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। এরমধ্যেই গত পয়লা মে ইটাহারের সভা ছিল অভিষেকের। কিন্তু বিশেষ কারণে সভা বাতিল হয়ে যায়। কিন্তু সেদিন বিপুল সংখ্যায় কর্মীদের হতাশ না করে তাদের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপরেই ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির ছাদে উঠে কর্মী সকর্থকদের সঙ্গে জনসংযোগ যাত্রা করেন তিনি।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক