নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট - জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় রুপো জিতলেন বাংলার মেয়ে শিপ্রা সরকার। শিপ্রা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া বইছে গঙ্গারামপুরে।
এই প্রতিযোগিতায় পাঞ্জাব ও গুজরাটকে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে রুপো জিতেছেন শিপ্রা সরকার। তিনি ছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দক্ষিণ দিনাজপুরের কেয়া রাজবংশী ও শুভঙ্কর রায়। এদিন গঙ্গারামপুরে ফিরতেই সংবর্ধনা প্রদান করা হলো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের।
দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নানক রায় বলেছেন, ‘চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখ পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গের ৫৬ জন প্রতিযোগী। এর মধ্যে শিপ্রা সরকার রুপো জিতে দক্ষিণ দিনাজপুর জেলাকে গর্বিত করেছে’।
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী
দেশের হয়ে বিদেশের মাটিতে ফুটবল খেলবেন তাঁরা
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে
জস হ্যান্ডির বলে হতবাক ক্রিকেট বিশেষজ্ঞরা
অর্থ বিনিয়োগ করছেন সত্য নাদেল্লা ও শান্তনু নারায়ণ
আগামী ৬ ই জুন থেকে শুরু রঞ্জির নকআউট পর্ব
বৃষ্টির ফলে ব্যাঘাত ঘটতে পারে গুজরাত-রাজস্থান ম্যাচ
রায়গঞ্জ যোগা অ্যাকাডেমি থেকে অংশ নেন মোট ২৭ জন শিক্ষার্থী
ভারত - ২
জাপান - ৫