নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লক্ষ ১৭ হাজার টাকা। মূলত পল্লবীকে মৃত প্রমাণ করেই টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি ব্যাঙ্ক থেকে এভাবে টাকা চম্পট হয়ে যাওয়ায় কেন্দ্র সরকারের ওপর ব্যাপক প্রশ্ন উঠেছে।এই ঘটনার জেরে চূড়ান্ত হেনস্থার মুখে অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছেন কড়েয়া থানার পুলিশ।
পল্লবীর শরৎবোস রোডের একটি বেসরকারি ব্যাঙ্কের ব্রাঞ্চে পিপিএফ অ্যাকাউন্ট আছে। আচমকাই ব্যাঙ্কের তরফে তাকে জানানো হয়, তার সেই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গিয়েছে। তারপরই অভিনেত্রী জানতে পারেন, ওই অ্যাকাউন্টে থাকা তার সমস্ত টাকাও কিন্তু উধাও। অভিনেত্রীকে মৃত দাবি করে কেউ বা কারা সেই টাকা তুলে নিয়েছে। গোটা ঘটনায় তিনি হতবাক।
এরপর এই ঘটনার বিষয়ে কলকাতার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন বলেও ব্যাঙ্কের তরফে আশ্বস্ত করা হয়েছে। তবে যতক্ষণ না পাচ্ছেন, সন্দেহ থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়। যদিও কীভাবে এই ঘটনা ঘটেছে এখনও স্পষ্ট নয়। অভিনেত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন কড়েয়া থানার পুলিশ।
এই বিষয়ে পল্লবী বলেছেন, "তিনি ব্যাঙ্ককে জানান, তিনি তো মৃত নন, তাহলে তো আমার মৃত্যুর শংসাপত্র দেখাতে হবে, সেটা কোথায়? আমি এই প্রশ্নের কোনও সদুত্তর পাইনি। কেন্দ্র নিয়ন্ত্রিত একটা সংস্থায় এতবড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়ত আরও অনেকের সঙ্গেই হচ্ছে আমরা জানতেও পারছি না। আমি এই ঘটনায় দিদির কাছে যেতেই পারতাম। কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থায় এতবড় প্রতারণা! আমি সত্যিই অবাক!"
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ