নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - মেডিক্যাল কলেজে নেই পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার সরঞ্জাম। এমনই বেহাল অবস্থা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের। হয়রানির শিকার হয়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে স্বাভাবিক করার।
সূত্রের খবর , টাকার অভাবে চিকিৎসার সরঞ্জাম কিনতে পারছে না কর্তৃপক্ষ। তুলো, গজ, গ্লাবস, সিরিঞ্জ থেকে শুরু করে কোনো সরঞ্জামই নেই হাসপাতালে। এমনকি অনেক জরুরি ওষুধও নেই। রোগীর পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ। তাদেরই কিনে আনতে হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। হাসপাতালে চিকিৎসার সামগ্রীর অপ্রতুলতায় বিপাকে পড়েছেন রোগী এবং তাদের পরিবার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন," জননী প্রকল্পের মাধ্যমে যে টাকা আসে গত একমাসের বেশি সময় ধরে সেখান থেকে কোনো টাকা আসছেনা। সেজন্যই তারা চিকিৎসার সরঞ্জাম বরাদ্দ করা মুশকিল হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে রোগীর আত্মীয়দের চিকিৎসার সরঞ্জাম কিনে আনতে বলছি"।
রোগীর আত্মীয় তাহের আলি জানিয়েছেন,"আমাদের স্লিপ লিখে দিচ্ছে আমরা এনে দিচ্ছি। প্রায় সব সরঞ্জামই আনতে হচ্ছে। বলা হচ্ছে এইগুলো আমাদেরই কিনে আনতে হবে"।