নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা – সাংগঠনিক রদবদল নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভ বাড়ছে। বনগাঁ জেলায় মণ্ডল স্তরের সাংগঠনিক রদবদল নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ ফেসবুক পোস্ট করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক ও মতুয়া নেতা অসীম সরকার। ভবিষ্যতে এরাজ্যে বিজেপির বিস্তার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অসীম সরকারের নিশানায় বনগাঁর দলীয় সাংসদ শান্তনু ঠাকুর। ফেসবুক পোস্টে তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের কথা লিখেছেন এই মতুয়া বিধায়ক।
সূত্রের খবর , বনগাঁ জেলায় মণ্ডল স্তরের সাংগঠনিক রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ ফেসবুক পোস্ট করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। মঙ্গলবার একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। যেখানে সাংগঠনিক রদবদল নিয়ে তার ক্ষোভ এবং আগামী দিনে বিজেপির পথ চলা নিয়ে আশঙ্কার কথা প্রকাশ পাচ্ছে।
তিনি লিখেছেন, “আমি মাননীয় সুব্রত ঠাকুর (গাইঘাটার বিধায়ক তথা বনগাঁর ঠাকুরবাড়ির প্রতিনিধি) মহাশয়কে ফোন করে বিষয়টা জানতে চাইলাম। বড় ঠাকুর মহাশয় বললেন, ‘আর বসাবসি কিসের? যা যা হবার তা তো হয়েই গেছে। আমাদের বিধায়কদের তো এক পয়সাও মূল্য ওরা দিল না।’”
তিনি আরও বলেন, “মাননীয় সুব্রত ঠাকুর মহাশয় আমাকে বললেন মন্ত্রী মহাশয় ( কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর) বাড়িতে এলে ২৭ তারিখে আমাদের পাঁচ জন বিধায়ককে নিয়ে একসঙ্গে ঠাকুরবাড়িতে বসে বৈঠকের পর সকলের মত নিয়ে মণ্ডল সভাপতি নির্ধারণ করা হবে। সবাইকে আমি সেই কথাই বলে দিয়েছিলাম। হঠাৎ করে কারও সঙ্গে কোনও আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের লিষ্ট বেরিয়ে গেল? ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। এখন দেখছি চার দিক থেকে প্রকৃত লড়াকু বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে।”