নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জেলা সভাপতি ঘোষণা হওয়ার আগেই কোর কমিটির তালিকায় কনভেনার হিসেবে পার্থ প্রতিম রায়ের নাম উল্লেখ থাকায় কোচবিহারে তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল খোদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় সাংবাদিকদের সঙ্গে থাকা একটি হোয়াটস অ্যাপ গ্রুপে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্বাক্ষরিত ২০২২ সালের কোর কমিটির তালিকা পোস্ট করেছেন।
সেই কোর কমিটির তালিকা চূড়ান্ত করে এবছর ২৮শে ফেব্রুয়ারি স্বাক্ষর করেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। ওই সময় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন গিরীন্দ্রনাথ বর্মণ।
অন্যদিকে ওই কোর কমিটির স্বাক্ষর হওয়ার এক সপ্তাহ বাদে ৮ই মার্চ কোলকাতায় একটি সাংগঠনিক সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের কোচবিহার জেলা সংগঠনে রদবদলের কথা ঘোষণা করেন। তিনি রবীন্দ্রনাথ ঘোষকে দলের রাজ্য সহ সভাপতি, বিদায়ী জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণকে চেয়ারম্যান এবং পার্থ প্রতিম রায়কে জেলা সভাপতি ঘোষণা করেন।
স্বাভাবিক ভাবেই গতকাল কোর কমিটির তালিকা প্রকাশ্যে আসতেই কোচবিহারে তৃণমূল কর্মীদের একাংশ জেলা সভাপতি পদে থাকা স্বত্বেও কি করে কোর কমিটির তালিকায় কনভেনার হিসেবে পার্থ প্রতিম রায়ের নাম রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
অনেকেই প্রকাশ্যে সামাজিক মাধ্যমে পোস্ট করে এনিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ মনে করছেন চক্রান্ত করেই জেলা সভাপতির পদ থেকে গিরীন্দ্রনাথ বর্মণকে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে কোর কমিটির তালিকায় স্বাক্ষর করার দিন কয়েক আগে ১৩ই ফেব্রুয়ারি পুরসভা ইলেকশন কমিটির কনভেনার হিসেবে গিরীন্দ্রনাথ বর্মণের নাম উল্লেখ থাকার তালিকাও সামাজিক মাধ্যমে পোস্ট করে প্রশ্ন করতে দেখা যাচ্ছে। তাঁদের বক্তব্য, দলের বিদায়ী জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণকে যে পরিকল্পিত ভাবেই তাঁর পদ থেকে সরানো হয়েছিল, সেটা কোর কমিটির তালিকাতেই স্পষ্ট।
সদ্য প্রকাশ্যে আসা ওই কোর কমিটিতে কনভেনার পার্থ প্রতিম রায় ছাড়াও রয়েছেন দলের জেলা কমিটির চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, পরেশ অধিকারী, উদয়ন গুহ, জগদীশ বসুনিয়া, বিনয় কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত, কমলেশ অধিকারী, শুচিস্মিতা দেব শর্মা এবং পরিমল বর্মণ।
এছাড়াও জেলার সমস্ত পুরসভার চেয়ারম্যান, জেলা পরিসদের সভাধিপতি এবং দলের সমস্ত টাউন কমিটির প্রেসিডেন্টরা আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন। দলের জেলা কোর কমিটি নিয়ে দলীয় কর্মীদের এভাবে সামাজিক মাধ্যমে পোস্টকে ঘিরে এখনও পর্যন্ত কোন জেলা নেতৃত্ব তাঁদের প্রতিক্রিয়া জানাননি। তবে কর্মীদের একাংশের আশঙ্কা, এতে দলে গোষ্ঠী কোন্দল আরও তীব্র আকার নেবে। যার রেশ পরবে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে।
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর