জেলাশাসক অফিসে ডি ওয়াই এফ আইয়ের স্মারকলিপি জমা দেওয়া নিয়ে রণক্ষেত্র, আহত ৭

মে ০৫, ২০২২ বিকাল ০৫:১৭ IST
6273b64e5a1c8_dyfi meetimg

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - রাজ্য উত্তাল রয়েছে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এদিন একাধিক দাবি নিয়ে জেলাশাসক অফিসে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল DYFIয়ের। সেই কর্মসূচিকে কেন্দ্র করে জেলাশাসক অফিস চত্বরের ধুন্ধুমার কান্ড বাঁধে। এমনকি পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা ধস্তাধস্তি হয়।

এসএসসি নিয়োগ ও কোচবিহারে বিমান ছাড়া সহ বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল DYFI কর্মী-সমর্থকেদের। সেই অনুযায়ী আজ সকাল থেকে মিছিল করে জেলা শাসকের অফিসের সামনে পৌছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তারপরেই আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙে জেলাশাসক অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা বাঁধে। তারপরে পুলিশ আটকে রাখার জন্য পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের কয়েক দফা ধস্তাধস্তি বাঁধে। পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

পাশাপাশি আন্দোলনকারীদের মধ্যে ৭ আহত হয়। এই আহত কর্মীদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকারীদের মারধোর করে ও তাদের বাধা প্রদান করে।

ভিডিয়ো

Kitchen accessories online