স্কুলে না এসে ডিএ ধর্মঘটে অংশগ্রহণ , শিক্ষকদের ঘিরে তীব্র বিক্ষোভ অবিভাবকদের

মার্চ ১১, ২০২৩ বিকাল ০৫:১৩ IST
640c56a4413fa_Screenshot_2023-03-11-15-33-43-832-edit_com.facebook.katana

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ধর্মঘটে উপস্থিতি থাকার কারণে স্কুলে অনুপস্থিত ছিলেন শিক্ষকেরা। পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি করে শিক্ষকদের ধর্মঘট পালন করায় শিক্ষকদের স্কুলে ঢুকতে বাঁধা দিলেন অবিভাবক। সেরকমই ঘটনা দেখা গেল বর্ধমানের কাঁকসা মলানদিঘী উচ্চ বিদ্যালয়ে।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন 

শনিবার স্কুলের গেটে তালা দিয়ে শিক্ষকদের ভিতরে ঢুকতে বাঁধা দেয় অবিভাবকেরা। বিক্ষুব্ধ অবিভাবকরা জানিয়েছেন,'গতকাল অর্থাৎ শুক্রবার ধর্মঘটের দিন স্কুলের দুজন মাত্র প্যারা টিচার এসেছিলেন। পড়ুয়ারা স্কুলে এসেও ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। ধর্মঘট করার হলে ভালো করে করুক। তারা সমাজের কারিগর কোন কারখানা শ্রমিক নন'।

বিজ্ঞাপন 

অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, 'আমাদের স্কুলের প্রতি সকল শিক্ষকরাই সচেতন। তবে অবিভাবকরা যে অভিযোগ আনছে পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে সেক্ষেত্রে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে তাদের সেই পড়া করিয়ে দেবো'।

ভিডিয়ো

Kitchen accessories online