নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - শ্রীনু খুনে ধৃত খড়গপুরের শঙ্কর রাওয়ের রক্ত জল করা হুঁশিয়ারিকে ঘিরে ফের বিতর্কে জড়ালো শাসক দল। শঙ্কর রাও জেলের মধ্যে থেকে ফোন করে ১০ লক্ষ টাকার দাবি করে বলে অভিযোগ করেন প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বে। এক সপ্তাহের মধ্যে টাকা না পাঠালে তাকে এবং তার পরিবারকে গুলি করে খুন করার হুমকি দেয় শঙ্কর রাও। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এর আগেও শঙ্কর রাও জেলের মধ্যে থাকা অবস্থায় একাধিক তৃণমূল নেতা সহ স্থানীয় ব্যবসায়ীদের টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এবার প্রাক্তন তৃণমূল নেতা মনোজ তাম্বেকে এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকা পাঠাতে বলেন শঙ্কর রাও। টাকা না পাঠালে তাকে তার পরিবারসহ গুলি করে খুনের হুমকি দেয় তোলাবাজিতে অভিযুক্ত শঙ্কর রাও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে। প্রশাসনের কাছে নিজের এবং পরিবারের সুরক্ষার দাবি করেছেন মনোজ তাম্বে।
হুমকি প্রসঙ্গে মনোজ তাম্বে অভিযোগ করে বলেন তাকে শঙ্কর রাও ফোন করে এক সপ্তাহের মধ্যে ১০ লক্ষ টাকা পাঠাতে বলে এবং টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে গুলি করে মেরে ফেলার হুমকি অবধি দিয়েছে। তিনি আরও বলেন যে, খড়গপুরে থাকতে হলে তাকে টাকা পাঠাতেই হবে নাহলে তাকে আর বেঁচে থাকতে দেবেনা শঙ্কর রাও।
বিজেপি নেতা দিলীপ ঘোষ ঘটনার প্রসঙ্গে বলেন,"এসব চলতেই থাকে। কেউ বলে কেউ বলে না। সারা বছরই হুমকি দিয়ে তোলাবাজি হচ্ছে। পুলিশ সব জানে, কিছু করে না। সেজন্য এখানে মাফিয়া রাজ চলে। পুলিশ চাইলেই এসব বন্ধ করতে পারে।"
পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি দিলীপ ঘোষের মন্তব্যে পাল্টা জবাব দিয়ে বলেন এই হুমকির ঘটনার সঙ্গে তৃণমূল কোনো ভাবেই জড়িত নয়। দিলীপ ঘোষের এই বিষয়ে তৃণমূলকে টেনে আনার বিষয়ে প্রতিবাদ করেন তিনি। দিলীপ ঘোষ খড়গপুরে নিজের জায়গা পাকা করার জন্যে এসব বলছে বলে দাবী করেন অজিত মাইতি।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের