অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ।এই হিন্দু পুরাণে দেবতা ও অসুরের দুজনেরই কাহিনী বর্ণিত রয়েছে।এই অসুরের মধ্যে অন্যতম হলো রাহু। হিন্দু জ্যোতিষ অনুসারে,রাহু হলো স্বরভানু নামক এক অসুরের কর্তিত মুন্ড, যে গ্রহণের সময় সূর্য বা চন্দ্রকে গ্রাস করে। আবার বৈদিক জ্যোতিষশাস্ত্রে, রাহুকে নবগ্রহের মধ্যে একটি স্থান দেওয়া হয়েছে।
চেহারা - রাহুকে আটটি শ্যামবর্ণ ঘোড়ায় টানা রথে আরূঢ় স্কন্ধহীন সর্পরূপে চিত্রিত করা হয়েছে।
মুন্ড অমর হওয়ার কাহিনী - আমরা প্রায় সকলেই সমুদ্র মন্থনের কাহিনী জানি।পুরাণ অনুসারে, সমুদ্র মন্থনের সময় রাহু (স্বরভানু) নামক এক অসুর লুকিয়ে দিব্য অমৃতের কয়েক ফোঁটা পান করেছিল। পুরো অমৃত পান করার আগেই সূর্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে গিয়েছিল।এরপর মোহিনী অবতাররূপী ভগবান বিষ্ণুকে তা জেনে যায়। তৎক্ষণাৎ,অমৃত গলাধঃকরণের পূর্বেই বিষ্ণু আপন সুদর্শন চক্রের মাধ্যমে রাহুর ধড় থেকে মুন্ড ছিন্ন করে দেয়।
অমৃত পানের জন্য মুন্ডটি অমরত্ব লাভ করে নেয় এবং এভাবেই রাহু গ্রহটির উৎপত্তি হয়। বাকী মুন্ডহীন দেহটির নাম হয় কেতু। যেহেতু সূর্য ও চন্দ্র তাকে ভগবান বিষ্ণুর কাছে ধরিয়ে দিয়েছিল এবং যার কারণে তাঁর অমৃত পান ব্যাহত হয়ে যায় সেই কারণে
সূর্য ও চন্দ্রের প্রতি বিদ্বেষের সৃষ্টি হয়। তাই বছরের নির্দিষ্ট সময় অন্তর রাহু এদেরকে গ্রাস করে ফেলে। কিন্তু এই গ্রহণের পর সূর্য চন্দ্র রাহুর কাটা গ্রীবা থেকে আবার বেরিয়ে আসে। একে বলে গ্রহণ কেটে যাওয়া।
এভাবেই রাহুর মুন্ডুর অমরত্ব লাভ হয়।তাছাড়া নবগ্রহ পুজোর সময়ে রাহুরও পুজো করা হয়ে থাকে।
ভারত – ১
মায়ানমার – ১
ম্যাচের শেষে ফলাফল ১৬-২৫, ২৫-১৮, ২৫-১৭
হাওড়া-রাঁচি ও হাওড়া-পাটনা দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গ
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী