জেনে নিন বিষ্ণুর অপর রূপ বেঙ্কটেশ্বরের সম্পর্কে

আগস্ট ৩১, ২০২৩ দুপুর ০২:২৫ IST
64f00a5a06684_images - 2023-08-31T090107.753

অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ হলো বেঙ্কটেশ্বর। তিনি হলেন হিন্দু দেবতা বিষ্ণুর একটি রূপভেদ।

অর্থ - বেঙ্কটেশ্বর কথাটির আক্ষরিক অর্থ "বেঙ্কটের ঈশ্বর"।"বেঙ্কট" (দক্ষিণ ভারতের একটি পর্বত) ও "ঈশ্বর"—এই শব্দ দু-টি নিয়ে বেঙ্কটেশ্বর শব্দটি গঠিত হয়েছে।

চেহারা - বেদে আছে, ঋষি ভৃগুর পায়ের পাতায় একটি অতিরিক্ত চোখ ছিল। ঋষিরা উত্তরের আশায় তার কাছেই উপস্থিত হয়েছিলেন। সত্যের প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে তখন ভৃগু প্রথমে ব্রহ্মার নিবাস সত্যলোকে গিয়েছিলেন।

সেখানে গিয়ে তিনি দেখছিলেন, ব্রহ্মা সরস্বতীর উপস্থিতিতে নারায়ণের স্তুতি করেছিলেন। তাঁর চার মুখে চার বেদ আবৃত্তি করেছিলেন।

ভৃগু ব্রহ্মাকে প্রণাম করলেও ব্রহ্মা তাঁর দিকে দৃষ্টিপাতও করতেন না।ভৃগু সত্যলোক ত্যাগ করে শিবের নিবাস কৈলাসে উপস্থিত হতেন।সেখানে তিনি দেখলেন শিব পার্বতীকে পাশে নিয়ে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। ভৃগু শিবকে ডাক দিলেন। কিন্তু শিব কোনো সাড়া দিলেন না। তখন ভৃগু বিষ্ণুর আবাসস্থল বৈকুণ্ঠে এসে উপস্থিত হতেন।

সৃষ্টি ও পুনর্মিলন কাহিনী - বৈকুণ্ঠে বিষ্ণু আদিশেষের শয্যায় শুয়ে ছিলেন। মহালক্ষ্মী তাঁর পদসেবা করতেন।
এইদিকে ভৃগুর অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন। এই দেখে বিষ্ণুর পত্নী মহালক্ষ্মী রেগে গিয়ে রাগের বশে বৈকুণ্ঠ ত্যাগ করে করবীরপুর (অধুনা কোলহাপুর) নামে এক স্থানে চলে গিয়েছিলেন।

তিনি বেঙ্কট পর্বতের উপর একটি পুষ্করিণীর ধারে একটি তেঁতুল গাছের তলায় একটি পিঁপড়ের ঢিপিতে আশ্রয় নিয়েছিলেন এবং আহার ও নিদ্রা ত্যাগ করে মহালক্ষ্মীকে ফিরিয়ে আনার জন্য ধ্যান করতেন। বিষ্ণুর প্রতি দয়াপরবশ হয়ে ব্রহ্মা ও শিব স্থির করলেন তারা যথাক্রমে একটি গাভী ও একটি বাছুরের রূপ ধরে তাঁর সেবা করবেন।সূর্য মহালক্ষ্মীকে একথা জানিয়ে অনুরোধ করলেন, তিনি যেন গোয়ালিনীর বেশ ধরে সেই গাভী ও বাছুর দুটিকে চোল দেশের রাজার কাছে বিক্রি করে দিতেন।
 

বিষ্ণুকে পিঁপড়ের ঢিপিতে খুঁজে পেয়ে গাভীটি তাকে দুধ খাওয়াতে শুরু করল। এইদিকে প্রাসাদে গাভীটি যথেষ্ট পরিমাণে দুধ দিতে পারছিল না। তাই চোলরানি রাখালকে খুবই তিরস্কার করতে লাগলেন। দুধের অভাবের কারণ খুঁজতে গিয়ে রাখাল গাভীর পিছু নিল। একটি ঝোপের আড়াল থেকে লুকিয়ে সে দেখতে পেল, গাভীটি একটি পিঁপড়ের স্তুপের উপর তার বাঁট থেকে দুধ ঝরিয়ে দিচ্ছে। 

তা দেখে রেগে গিয়ে রাখাল নিজের কুঠার নিয়ে গাভীটির মাথায় এক কোপ বসাতে গেল। তখন বিষ্ণু পিঁপড়ের স্তুপ থেকে বেরিয়ে এসে সেই আঘাতটি নিজের উপর গ্রহণ করে গাভীটিকে রক্ষা করলেন। রাখাল যখন দেখল বিষ্ণু তার কুঠারের আঘাতে রক্তাক্ত হয়েছেন, তখন সে ভয়ে পেয়ে পড়ে গেল আর সেখানেই প্রাণত্যাগ করল।

ভয়ে চিৎকার করতে করতে গাভীটি চোলরাজের কাছে ফিরে এল। রাজা দেখলেন, তার সারা গায়ে রক্তের ছিটে। গাভীটি কী দেখে ভয় পেয়েছে, তা জানার জন্য রাজা গাভীটিকে অনুসরণ করে অকুস্থলে গেলেন। সেখানে গিয়ে রাজা দেখলেন, রাখাল পিঁপড়ের স্তুপটির কাছে মাটিতে মরে পড়ে আছে। তিনি তিনি দাঁড়িয়ে ভাবছেন, কীভাবে এই ঘটনা ঘটে যায়।এমন সময় বিষ্ণু পিঁপড়ের স্তুপ থেকে বেরিয়ে এসে রাজাকে অভিশাপ দিয়ে বললেন, তাঁর ভৃত্যের এহেন আচরণের জন্য তিনি এক অসুরে পরিণত হবেন।
 

রাজা মিনতি করে বললেন যে, তিনি নিরাপরাধ। তখন বিষ্ণু তাকে আশীর্বাদ করে বললেন, তিনি আকাশ রাজা রূপে পুনরায় জন্মগ্রহণ করবেন এবং যখন আকাশ রাজার কন্যা পদ্মাবতীর সঙ্গে তাঁর বিবাহ উপলক্ষে তিনি বিষ্ণুকে একটি মুকুট উপহার দেবেন, তখনই তিনি শাপমুক্ত হবেন। এই বলে বিষ্ণু একটি প্রস্তরে পরিণত হলেন।

পুনর্জন্ম - এরপর শ্রীনিবাস নামে পরিচিত বিষ্ণু বরাহক্ষেত্রে অবস্থান করবেন বলে স্থির করলেন এবং বরাহকে অনুরোধ করলেন, তার থাকার জন্য একটি জায়গা দিতে রাজি হয়। বরাহ সাগ্রহে তার অনুরোধ রাখলেন। বিষ্ণু নির্দেশ দিলেন, তার মন্দিরে তীর্থযাত্রা সম্পূর্ণ হবে না, যদি না তীর্থযাত্রী প্রথমে বরাহক্ষেত্রের পুষ্করিণীতে স্নান করে বরাহকে দর্শন করে আগে তাকে পূজা ও নৈবেদ্য নিবেদন না করেন। বিষ্ণু সেখানে একটি আশ্রম নির্মাণ করলেন। সেই আশ্রমে বকুলা দেবী মাতৃবৎ তার যত্ন করতে লাগলেন।

এরপর শ্রীনিবাস নামে পরিচিত বিষ্ণু বরাহক্ষেত্রে অবস্থান করবেন বলে স্থির করলেন এবং বরাহকে অনুরোধ করলেন, তাঁর থাকার জন্য একটি জায়গা দিতে। বরাহ সাগ্রহে তাঁর অনুরোধ রাখলেন।
বিষ্ণু নির্দেশ দিলেন, তার মন্দিরে তীর্থযাত্রা সম্পূর্ণ হবে না, যদি না তীর্থযাত্রী প্রথমে বরাহক্ষেত্রের পুষ্করিণীতে স্নান করে বরাহকে দর্শন করে আগে তাকে পূজা ও নৈবেদ্য নিবেদন না করেন। বিষ্ণু সেখানে একটি আশ্রম নির্মাণ করলেন। সেই আশ্রমে বকুলা দেবী মাতৃবৎ তার যত্ন করতে লাগলেন।
 

পরে চন্দ্রবংশে আকাশ রাজার জন্ম হলে। তিনি তোন্ডামণ্ডলমের রাজা হলেন। আকাশ রাজার কোন সন্তান ছিল না। তাই তিনি একটি যজ্ঞ করতে চাইলেন। যজ্ঞে জন্য ভূমিকর্ষণ করতে গিয়ে তার লাঙলটি একটি পদ্ম ফুলে পরিণত হল। পদ্ম ফুলটির মধ্যে রাজা একটি শিশু কন্যাকে পেলেন। যজ্ঞের আগেই কন্যালাভ করে রাজা আনন্দিত হয়েছিলেন।

তিনি শিশুটিকে নিয়ে প্রাসাদে ফিরে এলেন। তাকে দেখাশোনার জন্য তুলে দিলেন রানির হাতে। এমন সময় দৈববাণী শোনা গেল, “হে রাজা! একে নিজের সন্তান রূপে পালন কর। তোমার ভাগ্য পরিবর্তিত হবে।” পদ্মের মধ্যে শিশুটিকে পেয়েছিলেন বলে রাজা শিশুটির নাম রাখলেন পদ্মাবতী। বড় হলে পদ্মাবতী অপরূপা সুন্দরী হলেন। তার একাধিক সখী ছিল।

একদিন পর্বতের আশেপাশের বনে শ্রীনিবাস বুনো হাতি শিকার করতে বের হয়েছিলেন। হাতির পেছনে ছুটতে ছুটতে তিনি উপস্থিত হয়েছিলেন একটি উদ্যানে।সেই উদ্যানে রাজকুমারী পদ্মাবতী তাঁর সখীদের নিয়ে ফুল তুলছিলেন। হাতি দেখে রাজকুমারী ও তার সখীরা ভয় পেয়ে গেলেন। কিন্তু মুহুর্তের মধ্যে হাতিটি পিছন ফিরে বিষ্ণুকে প্রণাম করে বনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সখীরা তার দিকে পাথর ছুঁড়তে শুরু করলে তিনিও ঘোড়াটিকে পিছনে ফেলে রেখে তাড়াতাড়ি পর্বতে ফিরে গিয়েছিলেন। বকুলা দেবীকে, তিনি বললেন, পদ্মাবতীকে বিবাহ না করা অবধি তিনি শান্ত হবেন না।

শ্রীনিবাস বিষ্ণু পদ্মাবতীর পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে বলছিলেন সেই জন্মেছিল তিনি বেদবতীকে বলেছিলেন, পরজন্মে তিনিই হবেন পদ্মাবতী এবং পদ্মাবতীকে শ্রীনিবাস বিবাহ করবেন।এই কথা শুনে বাকুলা দেবী বুঝতে পারলেন, পদ্মাবতীকে বিবাহ না করলে শ্রীনিবাস তুষ্ট হবেন না।

তখন আকাশ রাজা বৃহস্পতির সঙ্গে সেই বিবাহের ব্যাপারে পরামর্শ করতে গেলেন। বৃহস্পতি জানালেন, এই বিবাহ হলে উভয় পক্ষেরই কল্যাণ হবে। বিবাহের খরচ মেটানোর জন্য কুবের শ্রীনিবাসকে অর্থ ধার দিলেন। ব্রহ্মা ও শিব এই বিবাহ উপলক্ষে আকাশ রাজার প্রাসাদে উপস্থিত হলেন। প্রাসাদের প্রবেশ দ্বারে আকাশ রাজা শ্রীনিবাসকে পূর্ণ সম্মান জানালেন। 

তারপর হাতির পিঠে চাপিয়ে শোভাযাত্রা সহকারে নিয়ে গেলেন প্রাসাদে। সেখানে সকল দেবতার উপস্থিতিতে শ্রীনিবাস রাজকুমারী পদ্মাবতীকে বিবাহ করলেন। এইভাবে আকাশ রাজার শাপমোচন ঘটল। সেই থেকে শ্রীনিবাস ও পদ্মাবতী চিরকালের জন্য একসঙ্গে বাস করতে লাগলেন। মহালক্ষ্মী পদ্মাবতীর প্রতি বিষ্ণুর প্রেমের কথা বুঝতে পেরে বিষ্ণুর হৃদয়ে চিরকাল বাস করবেন বলে স্থির করলেন।

বর্তমান অবস্থান - বর্তমানে বেঙ্কটেশ্বরের মন্দিরটি তিরুমালার সাতটি পর্বতের চূড়ায় অবস্থিত। এটি বিরাট অঞ্চল নিয়ে প্রসারিত এবং শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহের স্মারক রূপে বিরাজমান। উভয়ের মিলনের স্মরণে প্রতিদিন কল্যাণ উৎসব আয়োজিত হয়।

পুজো ও কুবেরের কাছে ঋণ শোধ - পদ্মাবতীর পিতা বিবাহ উপলক্ষ্যে বিষ্ণুর কাছ থেকে প্রচুর অর্থ পণ চেয়েছিলেন। সেই অর্থ দিতে বিষ্ণুকে কুবেরের কাছ থেকে অর্থ ঋণ করতে হয়েছিল। হিন্দু দেবতা কুবের ছিলেন ঐশ্বর্যের কোষাধ্যক্ষ। কুবের একটিই শর্তে বিষ্ণুকে ঋণ দিয়েছিলেন, ধার শোধ না করে বিষ্ণু বৈকুণ্ঠে ফিরতে পারবেন না। সেই থেকে বিষ্ণু তিরুমালায় তিরুপতি বেঙ্কটেশ্বর রূপে বাস করেছিলেন। যতক্ষণ না ধার শোধ হয়, তিনি সেখানেই থাকবেন বলে হিন্দুরা বিশ্বাস করে।তাঁর ঋণ শোধ করার জন্য ভক্তেরা বিষ্ণুকে ধনসম্পত্তি দান করেন এবং পরিবর্তে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।

মন্দির - বেঙ্কটেশ্বরের প্রধান মন্দিরটি হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরের তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির। আপনারা চাইলে এই স্থান থেকে ঘুরে আসতে পারেন এবং বেঙ্কটেশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতে পারেন।

আরও পড়ুন

গোবরা স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত ৩ , এখনো নিখোঁজ ২ জনের দেহ
অক্টোবর ০১, ২০২৩

দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি

রাশিফল, রবিবার, ১৩ আশ্বিন, ১৪৩০, ১ অক্টোবর, ২০২৩
অক্টোবর ০১, ২০২৩

একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন

দেখে দিন এশিয়ান গেমসের সপ্তম দিনের শেষে কোন দেশ মোট কতগুলি পদক জিতল
সেপ্টেম্বর ৩০, ২০২৩

সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে

আইএসএল, বদলে গেল ইতিহাস, হায়দরাবাদের বিরুদ্ধে অনবদ্য জয় ইস্টবেঙ্গলের
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১ 

আজকের রুপোর দাম ৩০শে সেপ্টেম্বর শনিবার ২০২৩
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ফের রুপোর দাম নিম্নমুখী   

আজকের সোনার দাম ৩০শে সেপ্টেম্বর শনিবার ২০২৩
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ফের সোনার দাম নিম্নমুখী     

এশিয়ান গেমসে ইতিহাস দুই বাংলার মেয়ের, টিটির সেমিতে সুতীর্থা ও ঐহিকা
সেপ্টেম্বর ৩০, ২০২৩

সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজকের ইতিহাস - ০১.১০.২০২৩
অক্টোবর ০১, ২০২৩

একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন

এইমস কল্যাণীতে বিভিন্ন পদে নিয়োগ
সেপ্টেম্বর ৩০, ২০২৩

এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে নিয়োগ
সেপ্টেম্বর ৩০, ২০২৩

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে

ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে

এশিয়ান গেমস, ১০ হাজার মিটার রেসে রুপো ও ব্রোঞ্জ ভারতের ঝুলিতে
সেপ্টেম্বর ৩০, ২০২৩

অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের 

বৃষ্টির মরসুমে দার্জিলিংয়ের বেলাইন টয় ট্রেন , তীব্র আতঙ্কে পর্যটকের দল
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল

এশিয়ান গেমস, আটবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে গোলের বন্যা ভারতের, সেমিতে হরমনপ্রীতরা
সেপ্টেম্বর ৩০, ২০২৩

ভারত - ১০
পাকিস্তান - ২

আগামী কিছুদিন অতিরিক্ত সতর্ক থাকুন , ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা মমতার
সেপ্টেম্বর ৩০, ২০২৩

হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিডিয়ো

Kitchen accessories online