অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ, যা প্রাচীন সংস্কৃত সাহিত্য।এই হিন্দু পুরানের অন্যতম দেবতা হলেন বরুণ।হিন্দু পুরাণ অনুসারে দেবতা বরুণ হলো জলের দেবতা।অগ্নি ও ইন্দ্রের পরিবর্তে বরুণকে সম্বোধিত মন্ত্রের পরিমাণ খুবই কম, তবে এর গুরুত্ব কম নয়।
দেবত্ব - বরুণকে জলের দেবতা বানানো হয়েছে। তামিল ব্যাকরণ টলকাপ্পিয়মে সমুদ্র ও বৃষ্টির দেবতা হিসাবে তাঁর উল্লেখ রয়েছে। তিনি পশ্চিম দিকের অবিভাবক দেবতা। কিছু গ্রন্থে তিনি বৈদিক ঋষি বশিষ্ঠের জনক বলা হয়েছে। বরুণ দেবকে জাপানী বৌদ্ধ পুরাণে স্যুটেন হিসাবে পাওয়া যায়। ইন্দ্র মহান যোদ্ধা হিসেবে পরিচিত, তাই বরুণকে এক মহান নৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
উৎসব - বরুণের উৎসব অনুষ্ঠিত হয় চেতি চাঁদের উৎসব হিসেবে। মুসলিম শাসকের অত্যাচার থেকে বাঁচার জন্য হিন্দু দেবতা বরুণের কাছে প্রার্থনা করেছিলেন হিন্দুরা।
মন্দির - বরুণ দেবের মন্দির হলো শ্রী বরুণদেব মন্দির ও তানাহ লট মন্দির এই দুটো মন্দির থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।