ভূমি, ধাত্রী, ধরিত্রীর বাহক , জেনে নিন হিন্দু পুরানের অন্যতম দেবী পৃথ্বী সম্পর্কে

আগস্ট ১৬, ২০২৩ দুপুর ১১:৫৫ IST
64dc4139674f4_download - 2023-08-16T085010.930

অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ। এই হিন্দু পুরানের অন্যতম দেবী হলেন পৃথ্বী বা
পৃথিবী। তিনি ভূমি, ধাত্রী, ধরিত্রী ইত্যাদি নামেও পরিচিত।

দেবত্ব - পৃথ্বী পৃথিবীর মাতা হিসেবে পিতা আকাশের পরিপূরক। ঋগ্বেদে প্রাথমিকভাবে পৃথিবী এবং আকাশকে দৈবপৃথিবী নামে দ্বৈত সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি গোমাতার সঙ্গে একত্রভূত হয়ে রয়েছেন। পৃথু নামক ভগবান বিষ্ণুর একজন অবতার সকলের যিনি খাদ্যের ব্যবস্থা করার জন্য পৃথিবী দেবীর গো রূপের দুধ দোহন করেছিলেন।

সঙ্গ - পৃথ্বী হলেন দ্যৌষপিতৃর সহধর্মিণী।

সূর্যবংশের বেণের পুত্র ও পৃথ্বী মাতার কাহিনী - সূর্যবংশের বেণের পুত্র পৃথুকে জগতের প্রথম রাজা বলা হয়। তাকে পৃথিবী দেবীর পালকও বলা হয়। তার আগে কাওকেই রাজা বলা হতো না। কারণ রাজা শব্দের অর্থ হল 'রঞ্জন' অর্থাৎ যে সবার মনোরঞ্জন করতে বা সবাইকে খুশি করতে পারে।

পৃথিবী সৃষ্টির প্রথমদিকের মাটি ছিল অনুর্বর ও খটখটে, মাটি ফেটে চৌচির হয়ে ছিল। মানুষ বনে-জঙ্গলে, পর্বতের গুহায় বাস করত, পৃথিবীর অনুর্বরতার কারণে মানুষ চাষবাস করতে পারত না, তারা বনের ফল খেয়ে বেঁচে থাকত। তিনি তাদের ঘর-বাড়ি বানাতে শিখান, রাস্তাঘাট তৈরি করে দিয়েছিলেন।

প্রজারা তখন রাজা পৃথুকে বলল যে, পৃথিবীই সব শস্যখেয়ে ফেলায় তারা শস্য ফলাতে পারছে না। তখন তিনি রেগে গিয়ে পৃথিবী দেবীকে শাস্তি দিতে তীর-ধনুক নিয়ে তারা করলেন। পৃথিবী দেবী তখন গাভীরূপে লেজ উঁচু করে ছুটতে লাগলেন।আকাশ-পাতাল-ব্রহ্মলোক কোথাও তিনি পালাতে পারেননি। পৃথু পৃথিবী দেবীকে তখন শাস্তি দিতে চান। কিন্তু অনেক অনুনয়-বিনয় করায় পৃথিবীকে উর্বর করে দেওয়ার শর্তে তিনি তাকে ক্ষমা করে দেবেন।

তখন পৃথিবী দেবী তাকে বলেন যে তাকে শাস্তি দিলে কোন লাভ হবে না। কারণ, সব শস্য তাঁর পেটে হজম হয়ে দুধ হয়ে গিয়েছে। একটি বাছুরের ব্যবস্থা করে পৃথিবীর উঁচু নিচু জায়গা গুলোকে সমতল করলে দুধ দোহন করা যাবে।

তারপর পৃথু তাঁর তীর-ধনুক দিয়ে পৃথিবীকে সমতল করেন, এবং স্বয়ং স্বয়ম্ভুব মনু বাছুর রূপে আসেন। তখন সেই গাভীরূপী পৃথিবী দেবীকে দোহন করে সমস্ত দুধ পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়া হয়। এইভাবেই পৃথ্বীর সঙ্গে রাজা পৃথুর কাহিনী অতপ্রতভাবে জড়িয়ে যায়।

মন্দির - ভারত ছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পৃথিবী মাতার অবস্থান রয়েছে।পালি ত্রিপিটক অনুসারে বৌদ্ধ ধর্মের প্রাথমিক যুগে পৃথিবী দেবীর আবির্ভাব হয়েছিল

ভিডিয়ো

Kitchen accessories online