অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ। এই হিন্দু পুরানে দেবী , দেবতা , অসুর এবং বিভিন্ন ঋষি মুনিদের বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে। তাছাড়াও উল্লেখ আছে ৩৩ কোটি দেবতার। তবে জেনে নেওয়া যাক এই ৩৩ কোটি দেবতার সম্পর্কে।
আসলেই কি দেবতার সংখ্যা ৩৩ কোটি ?
শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। পুরাণে এই ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনীকুমারকে গণ্য করেন।
পুরানে এও বলা রয়েছে ১১ রুদ্র - সেগুলো হলো নিশ্বাস , প্রশ্বাস , ব্যান , সমান , উদাম , নাগ , কুর্ম , কৃকল , দেবদত্ত , ধনঞ্জয় , জীবাত্মা।
পুরাণে ১২ টি আদিত্য রয়েছে যা ১২ টি মাস নামে পরিচিত।
৩২ আছে ইন্দ্র এবং ৩৩ আছেন প্রজাপতি
অর্থাৎ ৮+১১+১২+১+১ = ৩৩ টি দেবতা।এর থেকেই প্রচলিত হতে থাকে হিন্দুদের দেবতা ৩৩ কোটি।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।