মহাশক্তির রূপ , জেনে নিন দেবী যোগমায়া সম্পর্কে

আগস্ট ১২, ২০২৩ দুপুর ০১:০১ IST
64d6f60a5d5f2_download - 2023-08-12T082852.469

 

অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ, যা প্রাচীন সংস্কৃত সাহিত্য। এই পুরাণের অন্যতম দেবী হলেন যোগমায়া। যোগমায়াকে অনেকেই বিন্ধ্যবাসিনী , মহামায়া এবং একানংশা নামেও একে পুজো করে থাকেন।

সৃষ্টি - যোগমায়ার পিতা মাতা হলেন নন্দ ও যশোদা।তাঁরা জন্ম হয়েছিল গোকুলে।তিনি নন্দ ও যশোদার কন্যা হিসাবে যাদব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

দেবত্ব - আচারানুষ্ঠানে তাঁকে নারায়ণী উপাধি দেওয়া হয়েছিল। বিষ্ণুর মায়া শক্তির মূর্তি হিসেবে উপাসনা করা হয়।ভাগবত পুরাণে দেবতাকে দেবী দুর্গার কল্যাণকর দিক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। শাক্তরা তাকে মহাশক্তির রূপ বলে মনে করেন।

চেহারা - যোগমায়ার হলেন যশোদার কন্যা, দুর্গার অবতার , যিনি কৃষ্ণের বোন হিসেবে জন্মগ্রহণ করেছিলেন । কংস , দেবকীর চাচাতো ভাই (কৃষ্ণের মা) এবং যোগমায়ার কাকা এবং কংস কৃষ্ণ জন্মাষ্টমীর দিন যোগমায়াকে হত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু যোগমায়া, যিনি চতুরতার সঙ্গে কৃষ্ণের প্রতিস্থাপিত ছিলেন, তার ভাই কৃষ্ণের হাতে কংসের মৃত্যুর পূর্বাভাস দেওয়ার পরে অদৃশ্য হয়ে যান। পরে তিনি কৃষ্ণের ছোট বোন সুভদ্রা হিসাবে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন।

দেবীর মন্দির - যোগমায়া মন্দিরও , একটি হিন্দু মন্দির যা দেবী যোগমায়ার উদ্দেশ্যে নিবেদিত, যাকে কৃষ্ণের বোন হিসাবেও বিবেচনা করা হয় কারণ তিনি বিন্ধ্যবাসিনী হিসাবে অবতার গ্রহণ করেছিলেন এবং কুতুব কমপ্লেক্সের কাছাকাছি ভারতের নয়াদিল্লির মেহরাউলিতে অবস্থিত।

আপনারা চাইলে এই স্থান থেকে ঘুরে আসতে পারেন। তাছাড়াও ভারতের বিভিন্ন স্থান যেমন রাজস্থান ইত্যাদি স্থানে অবস্থিত রয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online