অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ। হিন্দু পুরানে দেবতা ও অসুরের কথা বর্ণিত রয়েছে। এই অসুরদের মধ্যে বাণাসুর হলো অন্যতম।তবে জেনে নেওয়া যাক কে ছিলেন এই বাণাসুর এবং কিভাবে তার বধ হয়েছিল ?
জন্ম - হিন্দু কিংবদন্তি মতে একজন সহস্র বাহুধর অসুর রাজা এবং বলির পুত্র ছিলেন বানাসুর।
পরিচয় - বাণাসুর শোণিতপুরকে রাজধানী করে বাণাসুর মধ্য অসমে রাজত্ব করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে, বাণাসুর একজন বিরাট রাজা ছিলেন।প্রতাপী অসুর রাজা বাণাসুর একটি বৃহৎ রাজ্য শাসন করতেন।
বর প্রাপ্তি - শিব তাণ্ডবের সময় নৃত্য করাকালীন তাঁর ভক্ত হিসেবে বাণাসুর তাঁর সহস্র বাহু দিয়ে মৃদঙ্গ বাজিয়েছিলেন।এরপর বাণের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাঁকে বর দেন এবং বাণকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাকি অসুরদের মতোই সময়র সঙ্গে সঙ্গে বাণ নিষ্ঠুর এবং দাম্ভিক হয়ে ওঠে।
হরি হর যুদ্ধ - বাণাসুর নিজের কন্যা ঊষার জন্য স্বয়ম্বরের আয়োজন করলে তাকে দেখে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব দেন। এই কারণে বাণাসুর তাঁর কন্যা ঊষাকে অগ্নিগড়ের দুর্গে নিয়ে এসে তাকে বন্দী করে রাখেন। একদিন ঊষা স্বপ্নে একজন পুরুষের দেখা মাত্রই তাঁর প্রেমে পরে যান।
ঊষার সখী ছিলেন বাণ রাজার মন্ত্রী কুম্ভাণ্ডর কন্যা চিত্রলেখা। প্রতিভাবান চিত্রকর চিত্রলেখা বহু ছবি এঁকে দেখানোয় স্বপ্নের পুরুষটি শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ বলে শনাক্ত করতে পেরেছিলেন। মায়াজালের দ্বারা চিত্রলেখা অনিরুদ্ধকে অপহরণ করে ঊষার কাছে নিয়ে আসে।
এই কথা জানতে পেরে বাণ অনিরুদ্ধকে বন্দী করে রাখে। কৃষ্ণ অনিরুদ্ধকে মুক্ত করতে আসায় বাণাসুরের রক্ষক শিবের সঙ্গে তাঁর প্রচণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধকে হরি-হর যুদ্ধ বলে।
ক্ষমা প্রাপ্তি - যুদ্ধে রক্তের ধারা বয়ে যাবার জন্য স্থানটি পরবর্তীকালে তেজপুর বা শোণিতপুর বলে পরিচিত হয়। ব্রহ্মার হস্তক্ষেপে কৃষ্ণ এবং শিব যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়। এরপর কৃষ্ণ বাণাসুরের দুটি হাতের বাইরের সকলগুলি কেটে ফেলেন। বাণাসুর কৃষ্ণের কাছে ক্ষমা চান এবং ঊষাকে অনিরুদ্ধের সঙ্গে বিয়ে দিয়ে দেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
আমেরিকা যেন বন্দুকবাজের আঁতুড়ঘর হয়ে উঠছে
কানাডা এখন সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে গিয়েছে, খোঁচা বিদেশমন্ত্রীর
তিস্তা নদীতে জল বাড়ায় আজ গজলডোবা থেকে জল ছাড়া হয়েছে , এতে বেশ কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা
এবার কি তাহলে আইএসএল খেলতে পারবে মহামেডান?
এমন কোনো পাড়া নেই যেখানে সাট্টা, জুয়ার ঠেক নেই , পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ মদনের
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান