বাতিল-ভেঙে যাওয়া চুড়ি দিয়ে সাজিয়ে তুলুন আপনার সাধের ঘর

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ১১:৪৮ IST

অমৃতবাজার এক্সক্লুসিভ - আপনারা কি জানেন ? রঙ বেরঙের চুড়ি দিয়ে নিজের ঘর সাজানো থেকে শুরু করে নিজেকেও সাজিয়ে নিতে পারবেন। অনেকে এক গোছা কাচের চুড়ির মধ্যে কিছু চুড়ি ভেঙে গেলে সেইগুলো ফেলে দেয় , তবে আপনারা বেচেঁ যাওয়া কাচের চুড়ি দিয়ে নিজেকে এবং নিজের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন। তাই দেখে নিন কিভাবে হরেকরকম চুড়ি দিয়ে বানাবেন হরেকরকম জিনিস।

১. মোমদানি -

কী কী লাগবে?
চুড়ি, আঠা, ছোট ক্যান্ডেল।

কিভাবে বানাবেন ?
প্রথমে একটি চুড়ির সঙ্গে একটি চুড়ি পরপর সাজিয়ে নিতে হবে তারপর আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে। মিডিয়াম সাইজ পর্যন্ত হয়ে এলে শুকিয়ে নিয়ে মাঝখানে ছোট ক্যান্ডেল অর্থাৎ মোমবাতি বসিয়ে নেবেন। এবার আপনি এই জিনিসটিকে ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে ঘরকে আলোকিত করে তুলতে পারেন।

২.কানের দুল - 
কী কী লাগবে?
ছোট চুড়ি ১ টি এবং বড় চুড়ি ১টি, আঠা,কানের দুলের আংটা

কিভাবে বানাবেন ?
ছোট চুড়ি নিয়ে বড় চুড়ির মাঝখানে বসিয়ে যুক্ত করে নিতে হবে আঠা দিয়ে।এরপর কানের দুলের আংটা ঝুলিয়ে নিতে হবে। আঠা দিয়েই লাগিয়ে নিতে সেট করে নিতে হবে।ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে কানের দুল।

৩. মোজা বা কাপড় ঝোলানোর হ্যাঙার

কী কী লাগবে?
কয়েকটি চুড়ি,কালো কাপড় ছোট ছোট টুকরো,আঠা

কিভাবে বানাবেন?
দুটি চুড়ির মাঝখানে একটি করে সরু কাপড় রেখে সেইগুলোকে আঠা দিয়ে আটকে নিতে হবে।শেষ চুড়ির উপরে সরু কাপড় অর্ধচন্দ্রাকারভাবে লাগিয়ে কাপড়ের দিয়ে ঝোলানোর ব্যবস্থা করে নিতে হবে।ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মোজা বা কাপড় ঝোলানোর হ্যাঙার।

আপনি এবার যেকোন নিজের পছন্দমতো জায়গায় এই হ্যাঙার ঝুলিয়ে মোজা বা ছোট রুমাল সাজিয়ে রাখতে পারেন।

ভিডিয়ো

Kitchen accessories online