অমৃতবাজার এক্সক্লুসিভ - সময়ের সঙ্গে কোন পোশাক পরবেন সেটি যদি না বুঝতে পারেন,তবে দেখে নিন আজকের প্রতিবেদনটি। সঠিক অকেশনে সঠিক রঙের পোশাক পরলে স্মার্ট লুক দেবে তবে ভুল জায়গায় ভুল পোশাক পরলে লুক বেমানান হয়ে যাবে। গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পরলে আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে।
১.ফ্যামিলি পার্টিতে যেতে হলে উজ্জ্বল রঙের পোশাক পরবেন।
২.গ্রীষ্ম কালের রাতে অনুষ্ঠান থাকলে হালকা রঙের পোশাক পরবেন।এক্ষেত্রে হালকা মেরুণ, গাঢ় আকাশী, ম্যাজেন্ডা, সিলভার, বটল গ্রিন, ডিপ পিঙ্ক রঙের পোশাক বেশি ভালো লাগবে।
৩.বাইরে বেড়াতে গেলে হালকা রঙের পোশাকই পরা ভালো।সেক্ষেত্রে সাদা, আকাশী, ঘিরে, হালকা গোলাপী, ইত্যাদি রঙকে বেশি প্রাধান্য দিতে পারেন।
৪.কলেজ ক্যাম্পাসে গেলে হালকা সবুজ,সাদা, ছাই, গোলাপী, ঘিরে রঙের পোশাক পড়তে পারেন।
৫.যাদের হাত মোটা তারা হাতা লং বা থ্রি কোয়ার্টার স্লিভ জামা পরতে পারেন। যাদের কাঁধ চওড়া তারা ব্লাউজ বা চুড়িদারে ভি শেপের গলা দিতে পারেন।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।