অমৃতবাজার এক্সক্লুসিভ, সারমিন সুলতানা মন্ডল - কৌশিকী অমাবস্যার তিথির গুরুত্ব অপরিসীম। ভারতীয়রা এটি অন্যতম পবিত্র দিন হিসাবে গণ্য করে থাকেন। চলতি বছর আজ কৌশিকী অমাবস্যা পরেছে। ২৭ ভাদ্র সন্ধ্যে ৫ টা ৩১ মিনিট থেকে পরেছে কৌশিকী তিথি আর ২৮ ভাদ্র শুক্রবার ভোর ৬.৩০ মিনিট পর্যন্ত থাকবে তিথি। তবে কৌশিকী অমাবস্যার গুরুত্ব কি? কেনও বা এটি পবিত্র দিন হিসাবে পরিচিত?
কথিত রয়েছে তারাপীঠে সাধক বামাক্ষ্যাপা ১২৭৪ বঙ্গাব্দে এই কৌশিকী অমাবস্যার তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন।ধ্যানমগ্ন অবস্থায় বামাক্ষ্যাপা নাকি মা তারার আবির্ভাব পান। এছাড়াও এই তিথিতে দেবী কালিকা কৌশিকী রূপে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ ও নিশুম্ভ নামের অসুরদের দমন করেন। তারাপীঠে কৌশিকী অমাবস্যার পুজোর মাহাত্ম্য- কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে দেবীর নিশিপুজোর আয়োজন করা হয়। তারাপীঠে মায়ের পুজোয় ২ বার ভোগ হয়। একবার নিশিথ ভোগ এবং একবার মধ্যাহ্ন ভোগ। দেশ বিদেশের বহু মানুষ এদিন এখানে এসে থাকেন।
জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করতে হয়৷ তাই এদিন অনেকে উপোস রাখেন। আর যদি উপোস না পারলেও অনেকে এদিন নিরামিষ খেয়ে থাকেন। এদিন মা তারার পায়ে সিঁদুর ও লাল রক্তজবা নিবেদন পরে ও ভক্তিভরে প্রার্থণা করা উচিত। এতে ভক্তদের জীবন থেকে অমাবস্যার কালো ছায়া বা অশুভ প্রভাব সরে যেতে পারে।
এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন পুজোর বাড়িঘর খুবই সুন্দর ভাবে পরিষ্কার রাখা উচিত। খেয়াল রাখা দরকার এদিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে। কোনও নোংরা বাসনপত্র যেন না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখা উচিত। পুজোর মাধ্যমে শুধু মায়ের আশির্বাদ নেওয়া নয় বরং ভক্তদের আগামী জীবনে শুভ শক্তি জোগায়।
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২