অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ।এই হিন্দু পুরাণে দেবতা ও অসুর উভয়েরই বর্ণনা আছে।আপনারা চাইলে জেনে নিতে পারেন এই হিন্দু পুরানের অন্যতম দেবতা রক্তবীজ সম্পর্কে। রক্তবীজের বিনাশের জন্য মা কালীর সৃষ্টি হয়েছিল।
বর দান - পুরাণে বর্ণিত আছে শুম্ভ ও নিশুম্ভের প্রধান সেনাপতি ছিলেন রক্তবীজ। মহাদেবের আশীর্বাদে মহাদানব রক্তবীজের শোণিত ধরনীতলে পতিত হইলেই এক নতুন রক্তবীজের সৃষ্টি হবে। এমনই আশীর্বাদের অধিকারী হয়েছিলেন রক্তবীজ।
দেবী কৌশিকী সৃষ্টি - পরবর্তীতে যখন শুম্ভ ও নিশুম্ভ ত্রিলোক বিজয় করে ঋষিদের অত্যাচার ও দেবতাদের স্বর্গচ্যুত করে তখন দেবতারা মহামায়ার স্তব করতে শুরু করেন। দেবতার স্তুতিতে প্রসন্ন হয়ে পার্ব্বতীর গাত্র কোষ থেকে পরম তেজস্বী, পরম রূপবতী নারীর আবির্ভাব হয় ।যেহেতু তিনি পার্ব্বতীর কোষ থেকে সমুৎপন্ন হয়েছিলেন তাই সেই মহাকায়া দেবী কৌশিকী নামে বিখ্যাতা হয়।
দেবী কৌশিকীর রূপভেদ হলো দেবী দুর্গা। আর দেবী পার্ব্বতীর গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ ধারণ করে বলে দেবী কালীকা নামে বিখ্যাতা হয়েছিলেন। দেবতাদের অভয় প্রদান করে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ বধের নিমিত্ত রণক্ষেত্রে গমন করেছিলেন। রক্তবীজ সমরক্ষেত্রে অবতরণ করে দেবীর সহিত যুদ্ধাভিলাষে উদ্যত হয়। দেবী খড়্গ প্রহারে রক্তবীজের মুণ্ডছেদন করে। অনন্তর মহাসুরের শোণিতধারা ভূমিতলে পতিত হয় ও তাঁর পতিত রুধি হইতে সহস্র রক্তবীজের সৃষ্টি হয়।
দেবী কখনও খড়্গ কখনও শূল প্রহারে নবসৃষ্ট রক্তবীজের দেহ বিদারণ করে কিন্তু নবসৃষ্ট সহস্র রক্তবীজের শোণিতধারা হতে পূর্ব্বের ন্যায় বহু লক্ষাধিক নতুন অসুরের সৃষ্টি হয়ে যায়। তখন অনন্তর রণভূমি রক্তবীজে পরিব্যপ্ত হয়ে ওঠে। সেই মহাসুরকে দমন করার দুসাধ্য জ্ঞাত হয়ে সেই মহাদেবী কৌশিকী, প্রলয়কারী দেবী কালীকাকে আহ্বান করেন।
দেবী কালীর আহ্বান - রণক্ষেত্রে কালীকা দেবী অবতরণ হওয়া মাত্র দেবীকে আদেশ করে বলেন কালী তোমার জিহ্বা বিস্তার করতে,তখন দেবী রক্তবীজের দেহ বিদারণ করা মাত্রই যেন এই মহাসুরের রক্ত পান করে নেয়। এইরূপে রক্তবীজের রক্ত ধরনীতলে পতিত না হওয়ার ফলে নতুন রক্তবীজ সৃষ্টি হয় না এবং এই সুযোগে দেবী রক্তবীজের হত্যা করে। তাছাড়া কালীকা দেবীও সেই শোণিতধারা পান করে নেয় ফলে সকল রক্তবীজের বিনাশ হয়।
এইভাবে দেবী কৌশিকী ও দেবী কালিকা একত্রে মিলে রক্তবীজের নাশ করে।
চুল পড়া থেকে শুরু করে চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করতে ব্যবহার করতে পারেন জবা ফুল
দেখে নিন কিভাবে বানাবেন কলমি শাকের বড়া
দেখে নিন জামাকাপড় সঠিকভাবে গুছিয়ে রাখার কিছু ভালো ঘরোয়া পদ্ধতি
ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পারেন এই কাঁচা লঙ্কার মাধ্যমে
দেখে নিন কোন পদ্ধতিতে বানাবেন এই সুন্দর ফুলদানি
কেবল মাত্র নারীর হাতেই বধ হবে তাকে , সেকথা বেমালুম ভুলেই গিয়েছিল দারুকাসুর
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মায়াপুর ইসকনে আজ পালিত হচ্ছে রাধা অষ্টমী
মুখ থেকে চোখ , ঠোঁট থেকে চুল , দেখে নিন সাজসজ্জার পদ্ধতি
দেখে নিন কোন পদ্ধতিতে কিশোরী বয়সে ত্বকের পরিচর্যা করবেন
এই মাছের ডিমের পুঁই খিলি খেতে যেমন সুস্বাদু তেমনই চট জলদি বানানোও যায়
শুধু নামেই লজ্জ্বাবতী নয় , গুনেও গুণবতী বলা যায় এই গাছকে
শুধু গাছ নয় , বই দিয়েও সাজাতে পারেন দেওয়ালের শেলফ
রামায়ণ অনুযায়ী তিনি সমগ্র মানব, দানব, অন্যান্য সৃষ্টি ও দেব-দেবীদের মধ্যে শ্রেষ্ঠ বীরযোদ্ধা ও একমাত্র অতি মহারথী ছিলেন
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন