অমৃতবাজার এক্সক্লুসিভ - ভারতীয় স্বাধীনতা আন্দোলন ছিল ব্রিটিশ রাজ নামে পরিচিত ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর চূড়ান্ত লক্ষ্য নিয়ে ঐতিহাসিক ঘটনাগুলির একটি সিরিজ। এই আন্দোলনে যোগ দিয়েছিলেন অনেক ভারতবাসী। তার মধ্যে ছিলেন নগেন্দ্রনাথ দত্ত। আপনারা চাইলে জেনে নিতে পারেন এই সংগ্রামের মহান বিপ্লবী 'গিরিজা বাবু' সম্পর্কে। নগেন্দ্রনাথ অনুশীলন সমিতির সদস্য ছিলেন।
জন্ম পরিচয় - নগেন্দ্রনাথ দত্তের জন্ম ১৮৯৮ সালে ভোজপুর-শ্রীহট্টতে হয়েছিল। পিতা গোবিন্দচন্দ্র দত্ত ছিলেন সুনামগঞ্জের নাম করা উকিল। বাল্যকালে থেকেই নগেন্দ্রনাথ ইংরেজদের কাজকর্মের প্রতি আকৃষ্ট ছিলেন।
শিক্ষা ও বৈপ্লবিক কর্মকান্ড - ১৪ বছর বয়সে নগেন্দ্রনাথ পিতার কাছ থেকে বন্ধুক চাপানো শিক্ষা গ্রহণ করেছিলেন। বাল্যবয়সে বন্ধুদের সঙ্গে একদিন রিভলবার চালানো শিখতে গিয়ে উরুতে গুলিবিদ্ধ হয়েছিলেন। সুনামগঞ্জে আইন পড়ার সময় নগেন্দ্রনাথ বঙ্গ-ভঙ্গ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তার পর তিনি অনুশীলন সমিতিতে যোগ দিয়ে নিজের গ্রামে একটি শাখা তৈরি করেছিলেন।
১৯০৮ সালে পুলিন দাস গ্রেফতার হয়ে কারাদণ্ডে দিপান্তরিত হলে নগেন্দ্রনাথ অনুশীলন সমিতির প্রধান কার্জকর্তা রূপে চিহ্নিত হয়েছিলেন। নগেন্দ্রনাথ দত্তের দায়িত্ব ছিল পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় স্বদেশী ডাকাতি ও বিশ্বাসঘাতকতা করলে তাকে হত্যা করা।
তিনি বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর অত্যন্ত কাছের ছিল। রসবিহাসি বসুর সংস্পর্শে তিনি উত্তর ভারতে তিনি বিপ্লবী দল সংগঠন করেছিলেন। রাসবিহারী বসু ভারত ত্যাগ করলে নগেন্দ্রনাথ বিপ্লবীদের সংযোজ করতে প্রাণপন চেষ্টা করে। ১৯১৫ সালে নগেন্দ্রনাথ বেনারস ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং বেনারস ষড়যন্ত্রে সে বছরই নগেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়েছিল।
মৃত্যু - নগেন্দ্রনাথ দত্তকে বেনারস ষড়যন্ত্রের কারনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ৪ বছর কারাগারে বন্দি অবস্থায় তার ওপর যে আচরণ অত্যাচার করা হয়, তার প্রতিবাদে নগেন্দ্রনাথ অন্ন-জল ত্যাগ করেছিলেন। এই কারনে আগ্রা জেলে আমাশয় রোগে আক্রান্ত হয়েছিলেন।
বিপ্লবী নগেন্দ্রনাথ দত্ত আমাশয় রোগে আক্রান্তের কারনে প্রায় বিনা চিকিৎসায় ১৯১৮ সালে তার মৃত্যু হয়।
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা