দেবসেনার স্বামী , জেনে নিন যুদ্ধের দেবতা কার্তিক সম্পর্কে

আগস্ট ১৫, ২০২৩ দুপুর ০২:৩০ IST
64dadd047be78_images - 2023-08-15T073025.501

অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ, যা প্রাচীন সংস্কৃত সাহিত্য। এই হিন্দু পুরানের যুদ্ধের দেবতা ও দেব সেনাপতি ছিলেন কার্তিক।ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পুজো অধিক জনপ্রিয়।

সৃষ্টি - পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল। পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্ম মিলন হয়েছিল। ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়েছিল। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করে ছিলেন মাতা পার্বতী। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিন্ড নিয়ে পালিয়ে যান। ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হয়েছিলেন। 

অগ্নিদেব ঐ অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করেছিল। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও সরবনে গিয়ে এক রূপ বান শিশুর জন্ম দিয়েছিল। জন্মের পর কুমারকে কৃতিকা গণ ও অরুণাসূরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হয়েছিলেন। পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে এসেছিলেন।

দম্পতি - ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি। সুরাপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন‍্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দিয়েছিল। পরে নম্বিরাজের কন্যা বালি-র সঙ্গে কার্তিকের বিবাহ হয়েছিল।

অন্যান্য নাম - কার্তিকের অন্যান্য নামগুলো হলো কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শর্জ, তারকারি বা তারকাসুরমর্দী, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, আগ্নিক, ভৌরবসূতানুজ, মহাকুমাররাজ, গণেশানুজ ইত্যাদি।

মন্দির - বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাৎসরিক কার্তিক পূজার আয়োজন করা হয়। পূর্বের তুলনায় এখন কার্তিক জনপ্রিয়তা কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলের কার্তিক পুজো বিশেষ প্রসিদ্ধ। এছাড়া বাংলার গণিকা সমাজে কার্তিক পূজা বিশেষ জনপ্রিয়। দুর্গাপুজোর সময়ও কার্তিকের পূজা করা হয়। কলকাতায় কার্তিকের মন্দিরও রয়েছে।আপনারা চাইলে এই স্থান থেকে ঘুরে আসতে পারেন।

ভিডিয়ো

Kitchen accessories online