নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - অবাক করা কান্ড দিলীপ ঘোষের পছন্দের একটি বুথে। আজ ভাগ্য যেন একেবারেই সঙ্গে নেই দিলীপ ঘোষের। তাইতো নিজের বাড়ির এলাকার বুথে জয়ী হলো তৃণমূল।ঝাড়গ্রামের একটি বুথে প্রত্যেকবার ভোট দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দুঃখের বিষয় হল দিলীপবাবুর এই বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। ফলে সেখানে বিজেপি প্রার্থী ছিল না।ফলে এবার সেই বুথেই নির্দল প্রার্থীকে হারিয়ে জিতে গেল তৃণমূল। এদিকে কেশিয়াড়িতে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
সূত্রের খবর , দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। তিনি মেদিনীপুরের সাংসদও। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর বুথে ভোট দেন দিলীপ ঘোষ। এবারে পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তার বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। মঙ্গলবার সেই বুথে এক নির্দল প্রার্থীকে হারিয়ে জিতেছেন তৃণমূলের শিবানী দেউলী। যদিও কুলিয়ানা গ্রামের ১৩টি বুথের মধ্যে শুধু দিলীপ ঘোষের বুথ বাদ দিয়ে বাকি ১২টি বুথেই প্রার্থী দিয়েছিল বিজেপি। অবশেষে সেই বুথে হেরে গেল বিজেপি।
যদিও দিলীপের প্রতিক্রিয়া, আমরা তো লড়াইয়েই ছিলাম না।আমরা প্রার্থী দিতে পারিনি। তৃণমূলের বিরুদ্ধে নির্দল ছিল। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের মোকাবিলা যেখানে বড় রাজনৈতিক দলগুলি করতে পারছে না, সেখানে নির্দল কী করবে?’
অপরদিকে , এরই মধ্যে কেশিয়াড়িতে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কেশিয়াড়িতে গণনা কেন্দ্রের নিকটে দিলিপের গাড়ি পৌছলেই তৃণমূলের দুষ্কৃতীরা, দিলীপ ঘোষের গাড়ির উপর চড়াও হয়। লাঠি সোটা এক করে দিলীপ ঘোষকে আক্রমণের জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় বাহিনী সহ বিরাট পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় দিলীপ ঘোষের গাড়ি ঐ বিক্ষোভ থেকে মুক্তি পায়। মূলত সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি, এই অভিযোগ তুলেই তারা দিলীপ ঘোষের গাড়িতে বিক্ষোভ দেখায়। যদিও বিজেপি নেতা বলেছেন এগুলো তৃণমূলের স্বভাব অপর মহলের নির্দেশেই তারা এই ধরনের কাজ করছে।
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার