নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - তদন্তের স্বার্থে এবার পুরুলিয়া জেলা সংশোধনাগারে গেল সিবিআই। বুধবার দুপুরে এখানে এসে পৌঁছেন সিবিআই আধিকারিকরা। প্রায় আড়াই ঘন্টা ছিলেন তারা।
তপন কান্দু হত্যার ঘটনায় জেল হেফাজতে থাকা দীপক কান্দুকে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন জেলের ভেতরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তবে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি সিবিআইয়ের কোন আধিকারিক।
জিজ্ঞাসাবাদ করার জন্য পুরুলিয়া জেলা আদালতে আবেদনও করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আদালত খোলার পরই সিবিআইয়ের আইনজীবী এবং আধিকারিকরা চলে আসেন আদালত চত্বরে। তাদের সঙ্গে ছিলেন তপন কান্দু হত্যা ঘটনায় অন্যতম প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই।
থার্ড কোর্টের বিচারক শেরিং ছোড়েনের কাছে ১৬৪ ধারায় গোপন জবানবন্দী দেন তিনি। ঝালদা কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর খুনের ঘটনায় এই প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই ঝালদা থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতেই মামলা শুরু করে ঝালদা থানার পুলিশ।
যদিও এই লিখিত অভিযোগ নিয়ে অনেকই প্রশ্ন তুলেছেন। ঘটনার ১ দিন পর অর্থাৎ ১৫ই মার্চ ঝালদা শহরের বাসিন্দা পৌর কর্মী সুভাষ গড়াই একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ১৪ তারিখ লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ গ্রহণ করা হয়নি। বদলে সুভাষ গড়াইয়ের অভিযোগ ১৪ তারিখ দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ই মার্চ ঝালদায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন ২ নং ওয়ার্ডের কাউন্সিলার তপন কান্দু। এই ঘটনার তদন্তে তখন গঠিত হয় সিট। নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে সিটের আধিকারিকরা গ্রেফতার করেন।
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম
বিদেশ থেকেও দলে দলে হাজির পর্যটকরা
ঊর্ধ্বমুখী সোনার দাম
প্রয়োজনীয় নথি সহ ব্যাগ ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন
খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা আরাধনার প্রস্তুতি শুরু
দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি , মমতার মন্তব্য ঘিরে বিজেপি শিবিরে তীব্র উচ্ছাস
বিশৃঙ্খলার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রথ যাত্রা