ঝাড়গ্রাম জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার,পিওন / নাইট গার্ড, ইংলিশ স্টেনোগ্ৰাফার (গ্রুপ- B ও গ্রুপ- C) পদে ৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ।
পদ- পিওন / নাইট গার্ড ।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য ।
মূল বেতন- প্রতিমাসে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ২৮ টি ।
পদ- লোয়ার ডিভিশন ক্লার্ক।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদনের যোগ্য ।
মূল বেতন- প্রতিমাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ২২ টি ।
পদ- প্রসেস সার্ভার ।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদনের যোগ্য।
মূল বেতন- ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত প্রতিমাসে।
শূন্যপদ- ১ টি।
পদ- ইংলিশ স্টেনোগ্রাফার।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে স্টেনোগ্রাফিতে মিনিটে ৮০ শব্দ ও টাইপিংয়ে ৩০ টি শব্দ তোলার গতি থাকলে আবেদনের যোগ্য। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকা আবশ্যক ।
মূল বেতন- ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত প্রতি মাসে।
শূন্যপদ- ১ টি।
বয়স- উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১.০১.২০২২ হিসাবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
পদ- সুইপার ।
শিক্ষাগত যোগ্যতা- বাংলাতে লিখতে ও পড়তে জানলে আবেদনের যোগ্য ।
মূল বেতন- প্রতিমাসে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদ- ৩ টি ।
প্রার্থী বাছাই- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে www.jhargram.gov.in অথবা https://districts.ecourts.gov.in/jhargram এই ওয়েবসাইটের মাধ্যমে ১০.০৬.২০২২ তারিখের মধ্যে।
বিশদে জানতে- www.jhargram.gov.in এই ওয়েবসাইট দেখুন ।
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
হোটেল থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের