নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক – বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে খালিস্তান ইস্যু নিয়ে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে এস জয়শঙ্কর বলেন, ‘জি২০ সম্মেলনে আমরা সকল দেশকে একত্রিত করেছি, এর জন্য অনেকের সমস্যা হয়েছে’।
এস জয়শঙ্কর বলেছেন, ‘অনেকের ধারণা ছিল ভারত হয়তো এটা করতে পারবে না। কিন্তু জি২০ সম্মেলনে আমরা সকল দেশকে একত্রিত করেছি। এর জন্য অনেকে চমকে গিয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়টা মানতে পারেনি অনেকেই’। কানাডার বন্ধু দেশ আমেরিকা, নিউজিল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া। এই ৫ দেশকে ‘five eye’-ও বলা হয়। নাম না করে কি তাহলে এই ৫ দেশকেই তুলোধোনা করলেন জয়শঙ্কর?
অন্যদিকে আবার কানাডাকে খোঁচা দিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘কানাডা এখন সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়ে গিয়েছে'। এদিকে কানাডাকে এফএটিএফ-এর গ্রে তালিকায় করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যে দেশে সন্ত্রাসবাদ লাগাম ছাড়া, সেই দেশকে এফএটিএফ-এর গ্রে তালিকার অন্তর্ভুক্ত করা হয়।