নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - নির্বাচন ঘোষণা হতেই ফের উত্তপ্ত আসানসোল।একসময়কার তৃণমূলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি আজ বিজেপির নেতা। সম্প্রতি তার স্ত্রী চৈতালি তিওয়ারি পুরভোটে জয়ী হয়েছে। তারপর থেকে পুনরায় বিজেপি নেতা হিসেবে দাপট বেড়েছে জিতেন্দ্রর। কিন্তু এবার জিতেন্দ্র গড়েই খোদ তারই নামে কটূক্তি করে ছড়ানো হলো লিফলেট। এদিন সকালবেলায় রাস্তা থেকে এই লিফলেটগুলো উদ্ধার হয়। একাধিক কটুক্তি ভরা লিফলেট গুলো উদ্ধার করে পুড়িয়ে দেয় বিজেপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝিয়ারায়। এই ঘটনার পর থেকেই তীব্র উত্তপ্ত এলাকা।
এদিন গোটা এলাকা জুড়ে পরে দেখতে দেখা যায় লিফলেট। যেতে লেখা,"যারা সারদা-নারদার টাকায় চলে, তাদের এই সব অভিযোগ না আনাই ভালো-জননেতা তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি"। এরকম কটুক্তি ভরা লিফলেট এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এপ্রসঙ্গে বিজেপি সমর্থকরা জানিয়েছেন, "জননেতা জিতেন্দ্র তিওয়ারিকে কলঙ্কিত করতে এই বিভ্রান্তিকর লিফলেট ছড়ানোর হয়েছে। আমরা লিফলেট পুড়িয়ে প্রতিবাদ করছি। তৃণমূলের কিছু নেতা টিকিট না পাওয়ায় বিজেপি নেতা জিতেন্দ্রর বিরুদ্ধে কুকথার লিফলেট ছড়িয়ে প্রচার করছে।
এপ্রসঙ্গে আরও এক এক বিজেপি কর্মীর দাবি, তৃণমূল আসানসোল লোকসভা কেন্দ্রে গত পরশু প্রার্থী ঘোষণা করেছে। আর সেই প্রার্থী বহিরাগত। তৃণমূলের ভিতরেই গোষ্ঠী কোন্দল ফুটে উঠছে বহিরাগত প্রার্থীকে কেন্দ্র করে। তাই নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকতে বিজেপি নেতা জিতেন্দ্রর বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে অপপ্রচার করছে।
এপ্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বাঙালি-বিহারী সম্পর্কিত অপপ্রচার করে বেড়াচ্ছে তৃণমূল। তারা রাজনৈতিক লড়াই না করে অন্য ভাবে লড়াই করছে। তৃণমূলের কাছে আমাদের আবেদন তারা রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে লড়াই করুক। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসানসোলে ৩ লক্ষের বেশি ভোটে তৃণমূল কে পরাজিত করবো আমরা'।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী