নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বৃষ্টিতে ভাসছে দেশের বিভিন্ন প্রান্ত ৷ লাল সতর্কতাও জারি হয়েছে বিভিন্ন রাজ্যে ৷ তারমধ্যেই ঠিক উল্টো ছবি দক্ষিণ দিনাজপুর জেলায়।বৃষ্টির দেখা নেই। জল না পেয়ে মাঠেই শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পাট গাছ। খাল-বিল শুকিয়ে কাঠ। মাথায় দেনার দায়ে কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরের পাট চাষীদের।অথচ বৃষ্টির দেখা নেই।
জেলায় এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৭৭ থেকে ৭৮ শতাংশ । জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠের পাট। পাট পচানোর জায়গাও পাওয়া যাচ্ছে না । ফলে বিপদে পরেছেন পাটচাষীরা। পরিস্থিতি যে অনুকূল নয়, তা মেনে নিচ্ছে জেলা কৃষি দফতরও। এমনিতেই মন্দা পাটের বাজার। ফলন ভালো হলেও, তার দাম মেলা ভার। এবার সমস্যা বাড়িয়েছে তীব্র জল সংকট। পুকুর, খাল, বিল শুকিয়ে কাঠ।
একজন পাট চাষী জানিয়েছেন,'অতিরিক্ত গরমে পাট ঝলসে যাচ্ছে।পাট কেটে পচাতে দেওয়ার জায়গা নেই।যদি পাট নষ্ট হয়ে যায় তাহলে আমরা দেনা শোধ করতে পারবো না।সরকারের কাছে একটাই অনুরোধ যদি পাম্পের ব্যাবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়।'
এই পরিস্থিতি বালুরঘাট ব্লক কৃষি দফতরের আধিকারিক তনয় সাহা জানিয়েছেন,'বৃষ্টি না হওয়ার দরুণ পাট চাষীদের পাট পচানোর একটা সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে পাট চাষীরা পাট পচানোর জন্য বাজারে যে পাউডার পাওয়া যায় তা ব্যবহার করতে পারে। তাতে তাড়াতাড়ি পাটের আষ বেরকরা তাদের পক্ষে সম্ভব হবে।তবে খুব তাড়াতাড়ি জেলায় বৃষ্টির একটা সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলেই সমস্যা কেটে যাবে।'
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২