নিজস্ব প্রতিনিধি , হুগলী - জলমগ্ন সমগ্র এলাকা! অল্প বৃষ্টি হতে না হতেই জলে ডুবে যায় এলাকার বেশির ভাগ জায়গা। হুগলি জেলার ডানকুনি পৌরসভা এলাকায় বছরের বেশিরভাগ সময়ই জল যন্ত্রণায় ভোগেন বাসিন্দারা। অনেকে বলছেন বাড়ি বিক্রি করে দেবেন। বাচ্চারা স্কুল পর্যন্ত যেতে পারছে না। বার বার জানানোর পর কি করছে পৌরসভা প্রশ্ন উঠছে।
স্থানীয়দের দাবি , বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়। অতিরিক্ত বৃষ্টি হলেই বাড়ির মধ্যে ঢুকে যায় জল। পচা-নোংরা জল বাড়ির মধ্যে ঢোকায় হয়রান এলাকাবাসী। প্রশাসনকে বহুবার চিঠির মারফত এবং আরও অন্যভাবে জানানো হয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উপায় না পেয়ে বিছানার ওপরে রান্না করতে হয়।
বাসিন্দাদের অনেকেই জানান বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাবেন। এমনভাবে জলে থাকা যায়না। আজ না প্রায় ১০-১২ বছর এই জল যন্ত্রণায় ডানকুনির এলাকাবাসী। পৌরসভা দুর্গাপুর ৬ নম্বর লেনে কাজ চলছে বলে সমস্ত নিকাশি নালা বন্ধ রাখা হয়েছে। পৌরসভা সাফাই গেয়ে বলেন আগামী ১ বছরের মাথায় সব ঠিক করে দেওয়া হবে। কিন্তু এই উক্তি কোনো ভাবেই বিশ্বাস করেনি।
ডানকুনি পৌরসভা এলাকার এক স্কুলের প্রধান শিক্ষিকা পুষ্প দে বলেন," এত জল জমে থাকার কারণে স্কুল বন্ধ করে রেখেছি। ছোট ছোট বাচ্চাদের জলের মধ্যে ক্লাস করাতে পারি না। অনেকবার পৌরসভা ও কাউন্সিলরকে জানানো হয়েছে তাতেও কোন লাভ হয়নি। আরও বলেন এই জলের জন্য আমাদের স্কুলের পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে"।
আরেক বাসিন্দা দোলা দাস বলেন," দূরাবস্থার রয়েছি। দিনের পর দিন জল আটকে আছে। জল বেরোনোর কোনো রাস্তা নেই।অনেক বার জানানো হয়েছে কিন্তু কোন কাজই হয়নি। জলের মধ্যে রান্না করতে পারছিনা। জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরোতে পর্যন্তও পাচ্ছি না। বড় বড় পাম্প লাগলো হয়েছে নাকি কিন্তু কিছু তো ঠিক হয়নি"।
এদিকে পুর সদস্য কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন," রেল ফ্যাক্টরি হবার পর এবং এখন এনএইচের কাজের জন্য আরও জল বেড়েছে। আমরা চিঠিতে সব জানিয়েছি"।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর