নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - আচমকাই আজ জলদাপাড়ায় মৃত্যু হলো একটি হাতির। স্থানীয়রা হাতিটিকে জলদাপাড়ার দেওগাঁও এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনকর্মীকে। বনকর্মী এসে হাতিটিকে উদ্ধার করে নিয়ে যান। আচমকা এই হাতি মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।
সূত্রের খবর , এদিন হাতিটির মৃত্যু হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দেওগাঁও এলাকার সেগুনবাগানে। হাতিটি কীভাবে মারা গেল তা খতিয়ে দেখছেন জলদাপাড়া জাতীয় উদ্যান আধিকারিকরা। খবর পেয়ে হাতিটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসেন মাদারিহাট রেঞ্জের উত্তর এবং দক্ষিণ খয়েরবাড়ির বনকর্মীরা। তদন্তের স্বার্থে হাতিটির মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
জলদাপাড়া জাতীয় উদ্যান আধিকারিক জানান , জলদাপাড়ায় এরআগেও বিভিন্ন কারণে হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, এই হাতিটির কীভাবে মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। অসুস্থতার কারণেও মৃত্যু ঘটতে পারে। তবে , ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না।