নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪পরগণা - গ্রামের পুজো থেকে থেকে ফেরার পথে মৃত্যু হলো দুই ভাইয়ের। শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ক্যানিংয়ে। মনসা পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই জলে ডুবে মৃত্যু হয়েছে ২ ভাইয়ের। মৃত ২ জনের নাম সায়ন মন্ডল(৪) এবং তন্ময় মণ্ডল(৯)। ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রী গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় শোকাহত পরিবারের সকলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ক্যানিংয়ের ভদ্রীগ্রামে শনিবার মনসা পুজো ছিল। ঐদিন বিকেলে প্রসাদ খেতে গিয়েছিল দুই খুড়তুতো ভাই। তন্ময় মণ্ডল আমতলা হাই স্কুলের ক্লাস সিক্সে পড়ছিল এবং অপরজন সায়ন মণ্ডল গ্রামের এক কেজি স্কুলে পঠন পাঠান করছিল। দুই ভাই গোষ্ঠ মণ্ডল ও রাজকুমার মণ্ডল এই দুজনের ছেলে তারা।
এপ্রসঙ্গে মৃত শিশুর কাকা জানিয়েছেন , পুজোর প্রসাদ খেয়ে বাড়ি ফেরার সময়ই গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করার জন্য যায় এক শিশু। সেখানেই হয় বিপত্তি। খেলার সময় সায়ন মণ্ডল জলে পড়ে যায়। তাকে জলে পড়ে যেতে দেখে ভাই তন্ময় মণ্ডল উদ্ধার করতে যায়। কিন্তু তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে যায় তন্ময়। পুজোর বাড়ি থেকে সময়ে বাড়ি না ফেরার জন্য পরিবারের লোকেরা খোঁজা চালায়।
এদিন দীর্ঘক্ষণ খোঁজার পর কোনো খবর না পেয়ে হটাৎ সেই পুকুরের পাশে তন্ময়ের জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারপরই পুলিশ শুরু করেন পুকুরে তল্লাশি। গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ পুকুর থেকেই মেলে তন্ময়ের দেহ। পড়ে জাল ফেলে পুকুর থেকে উদ্ধার হয় সায়ানের দেহ। সঙ্গে সঙ্গেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই তাদের দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি