নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - এই গরমে মানুষ যেটা সবার আগে খোঁজে সেটা হলো পানীয় জল।কিন্তু সেই পানীয় জল যদি পরিমাণ মতো না মেলে তখন শুরু হয় আসল সমস্যা।বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যায় জেরবার আসানসোলবাসী ৷দুদিন আগেই জলের সমস্যা মেটাবার কথা দিয়ে কথা রাখতে উদ্যোগী পুরনিগমের নব নিযুক্ত মেয়র বিধান উপাধ্যায়।
পুরনিঘম এলাকার যেসব অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে সেই সব জায়গায় এরমধ্যেই ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছে ৷ তবে এই ট্যাঙ্কারে করে জল সরবরাহ নিয়েই টিপ্পনি কাটতে শুরু করেছেন বিরোধীরা ৷ কারণ আসানসোল পুরনিগম এলাকায় পানীয় জল সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে ব্যরাকপুর পুরসভা, বারুইপুর পুরসভা বা কলকাতা পুরনিগমের পানীয় জল বাহিত গাড়ি বা ট্যাঙ্কার ৷
স্থানীয় বিজেপি নেতা তথা আসানসোল পুরনিগমের পূর্বতন মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, "আসানসোল পুরনিগমে পানীয় জলের সমস্যা রয়েছে, একথা সকলেরই জানা ৷ সেই সমস্যা মেটানোর জন্যে ডিসেম্বর মাস থেকেই কাজ শুরু করা উচিৎ ছিল ৷ সেই সময় থেকে বিজেপি বারবার সরব হলেও ,শাসক দলের কর্তাব্যক্তি তথা পুরনিগমের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা বিষয়টিতে কোনো প্রকার কর্ণপাত করেনি ৷"
আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, "কেন্দ্রের সরকার অম্রুত প্রকল্পে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন আসানসোলের জন্যে ৷সেই টাকা কোথায় গেল ? আসানসোলের মানুষের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না কেন? ভোটের আগে ডিএমসি কেএমসি থেকে গাড়ি এনে জল সরবরাহ করা হলেই সমস্যার সমাধান হয়ে যায়না ৷"
আসানসোলের বর্তমান মহানাগরিক তথা তৃণমূলের জেলা সভাপতি ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় জানিয়েছেন,"পানীয় জলের সমস্যা সমাধানের জন্যেই ডিএমসি, কেএমসি থেকে গাড়িগুলি আনা হয়েছে ৷ যেসব জায়গায় এখনো পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়নি সেইসব জায়গায় জল সরবরাহের কাজে লাগানো হয়েছে ৷ আগামী দিনে আসানসোল পুরনিগমের পক্ষ থেকেও আরো বেশ কয়েকটি জলবাহী গাড়ি কেনা হবে৷"
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড