নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - জলের উপর ভাসমান বাড়ি! হ্যাঁ, এ আবার নতুন কি? প্রায়ই তো টিভিতে, মোবাইলে সকলেই ভাসমান বাড়ি দেখেই থাকেন। অনেকের মনে সুপ্ত বাসনও থাকে সেই বাড়িতে যাওয়ার, তবে সেই বাড়ি তো কেবল দেখা যায়, সেখানে যাওয়া তো যায় না।এবারে সেই আশাও হলো পূরন। বেশী দূর নয় বরং উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের অদূরে নকশালবাড়ি ব্লকে গড়ে উঠেছে জলের উপর ভাসমান হোমস্টে। যা দেখে হতবাক হয়ে উঠেছেন, পর্যটক সহ সকলেই।
ইন্টারনেটের দৌলাতে জলের উপর ভাসমান বাড়ি দেখেছিলেন রুপেশ। নকশালবাড়ির বাসিন্দা রূপেশ কুমার মল্লিক টিভিতে দেখেই জলের ওপর হোম স্টে বানানোর পরিকল্পনা নেন। তারপর প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে তিনি বানিয়ে ফেলেছেন ভাসমান হোমস্টে। একই সঙ্গে তার রেস্তোরাও রয়েছে। সব অর্গানিক খাওয়ার পরিবেশন করেন তিনি ।
সত্যি! ভাবলেই অবাক লাগে। উত্তরবঙ্গে আর কোথাও এমন বাড়ি কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না। রূপেশর মনে ইচ্ছা জাগে তিনিও একটা বাড়ি বানাবে, যেটা জলের উপর ভাসবে। নিজের কারিগরি বুদ্ধি লাগিয়ে জলের ড্রাম দিয়ে তার উপরে প্ল্যাঙ্কিং বসিয়ে আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছে যেটা কিনা জলের উপর ভাসছে। আর তা দেখতেই দূর দূর থেকে লোকও আসছে সেখানে। রূপেশের এই মল্লিক রেস্টুরেন্টের খাওয়া অত্যন্ত সুস্বাদু বলে দাবি পর্যটকদের ও একদিনের খরচ মাত্র হাজার টাকা। অর্থাৎ মাত্র হাজার টাকাতেই ভাসমান বাড়ির উপরে রাত কাটাতে পারবেন পর্যটকেরা।
এই বিষয়ে ঘুরতে এসে রিয়া রায় নামক এক পর্যটক জানান, সেখানে গেলেই তার মন শান্ত হয়ে যায় প্রকৃতির মাঝখানে এমন বাড়িয়ে দেখতে সবাই সকলে আসে শহর ও শহর লাগোয়া আর কোন জায়গায় এমন দৃশ্য দেখতে পাবে না কেউ। তিনি আগেও এসেছিলেন জায়গাটি এতো ভালো লেগেছে যে বারবার তার মন টানে এই জায়গাটিতে আসার জন্য। রিয়া আরো বলেন "এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু তাই বারবার চলে আসি এখানে। মন ভালো হয়ে যায় আমার।"
অন্যদিকে প্রথমবার ঘুরতে আসা বিভান ঢালী জানান,"আমি তো পুরো অবাক এরকম দৃশ্য আগে কখনো দেখিনি।আমি বাকিদের বলবো যারা এখনো দেখনি তারা একবার এখানে এসে এই ভাসমান বাড়িতে দেখে যেতে পারো ও থেকেও যেতে পারো।"
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
কোমরভাঙা যুবকের জন্য হুইলচেয়ার , খাদ্যসামগ্রী সহ অর্থ সাহায্য নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের