নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – ফের করোনা ভাইরাস দাপট বাড়তে শুরু করল। করোনা উদ্বেগ যেন আর পিছু ছাড়ছে না, আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তৎপর জলপাইগুড়ি পুর-প্রশাসন।
অন্যান্য জেলায় যখন করোনা নিয়ন্ত্রণে তখন জলপাইগুড়িতে গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। পাশাপাশি মৃত্যু ঘটেছে দুই জনের।সেই কারণেই এ দিন করোনা রুখতে জলপাইগুড়ি পুর প্রশাসনের তরফ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। এছাড়াও জেলার পুরসভার ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জী এলাকায় ঘুরে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন মানুষকে সচেতন করেন।এলাকায় জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার স্প্রে করা হয়েছে।
পুরসভার ভাইস চেয়ারপারসন সৈকত চ্যাটার্জী জানিয়েছেন,“দুর্গাপুজো, কালী পুজো এবং ছট পুজো সমস্ত কিছুর পর কোভিডের সংক্রমণের গ্রাফ প্রচন্ড ঊর্ধ্বমুখী। গত তিনদিনে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ১১ আদরপাড়া ও ২৫ নম্বর ওয়ার্ডে নেতাজীপাড়ায় দুজনের মৃত্যু হয়েছে। সেখানে ৫০ মিটার মাইক্রোকনটেন্টমেন্ট জোন করা হয়েছে"।
তিনি করোনা নিয়ে শহরবাসীকে সচেতন করতে জানান,“করোনা ভাইরাসকে একেবারেই সহজভাবে নেবেন না।শহরবাসী সবসময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন"।
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা