বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু , অগ্নিগর্ভ জলপাইগুড়ি

সেপ্টেম্বর ২৮, ২০২৩ বিকাল ০৭:৪৪ IST
651569ef62302_Jalpaiguri-2-1

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়ক রাজগঞ্জের ভুটকির হাটের গন্ডারমোড়ে। বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির রাজগঞ্জ। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিরাট পুলিশ বাহিনী।

সূত্রের খবর , আজ সকাল সাড়ে নাগাদ দু'জন একটি স্কুটিতে করে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছিলেন। ঠিক তখনি হটাৎ পিছন থেকে একটি বেসরকারি বাস এসে স্কুটিতে ধাক্কা মারেন। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুটিটি। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গেই একজনের মৃত্যু হয় আর অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অন্য আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। 

ব্যস্ততম সড়ক হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বারবার প্রশাসনকে জানানো হয়েছিল , তবে সেই মত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সে জন্য আজ এই ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে বাসে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলপাইগুড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ সেখানে উপস্থিত হয়।বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উচিয়ে তাড়া করে পুলিশ। দমকল এসে আগুন নেভানোর আগেই পুড়ে যায় বাসটি। 

ভিডিয়ো

Kitchen accessories online