নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - স্কুল পড়ুয়াদের সুবিধার্থে একাধিক দাবিকে সামনে রেখে আজ ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একাধিক দাবিকে সামনে রেখে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। পাশাপাশি এই বিষয় ডেপুটেশনও জমা দেওয়া হয় বিডিও অফিসে।
স্কুলের বর্ধিত ফিস ও গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ার দাবীতে জলপাইগুড়ি জেলার সদর ব্লক, ময়নাগুড়ি, মেটেলি, ক্রান্তি, ধুপগুড়ি, মাল ব্লকে একত্রে মিছিলও করা হয় ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে। বিশেষত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে আনার উদ্দেশ্য এই দাবিগুলো করা হয়েছে।
সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকারের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজিউল ইসলাম, রাজ্য কমিটির সদস্য পারসান খেরিয়া, জেলা নেতৃত্ব রিষভ রায়, সাব্বির হোসেন, গৌরব সাহা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, করোনার কারণে স্কুল-কলেজের বেড়েছে ছাত্র-ছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা। তাই এবার রাজ্য সরকারকে উদ্যোগ নিয়ে সেই ছাত্র ছাত্রীদের ফেরাতে হবে ক্লাস রুমে। এছাড়াও শিক্ষাবর্ষের শুরুতেই প্রদান করতে হবে এসসি, এসটি, ওবিসি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের অর্থ।
স্কুলের বর্ধিত ফিস ও গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া সহ উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সদর ব্লকের ঘুঘুডাঙ্গা ও ক্রান্তিব্লকে দুটি নতুন কলেজ চালু করার দাবীও করা হয় আজ। এই সমস্ত দাবি নিয়ে মিছিল করার পর, অবস্থান-বিক্ষোভ প্রর্দশন করা হয় বিডিও অফিসের সামনে। এমনকি বিডিও অফিসে এই সমস্ত দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়।
এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা আরও জানিয়েছে, 'করোনা কালের পরে সকলেরই অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। যার ফলে সেই প্রভাব পড়ছে ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে। তাই প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে উদ্যোগ নিয়ে এই দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে যাব। প্রয়োজনে ভবিষ্যতে ছাত্র ছাত্রীরা তাদের নিজেদের দাবি আদায় করে নেবে'।
এসএসসি দুর্নীতি মামলায় দ্বিতীয় বার নিজাম প্যালেসে পার্থ
পাহাড়ের সমস্যা না মেটা পর্যন্ত কোনো নির্বাচন নয় , হুঁশিয়ারি বিমলের
বিস্তারিত দেখুন
পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম , আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ টি ইঞ্জিন নিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার