নিজস্ব প্রতিনিধি , মুম্বাই -বলিউডের ঝুলিতে থাকা চর্চিত ব্লকবাস্টার সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি সিনেমা আশিকি ২। যদিও ১৯৯০ সালে এই ছবির ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল। তবে ২০১৩ সালের পর পেরিয়ে গেছে ১০ বছর , সকল অনুরাগীরা মুখিয়ে রয়েছে আশিকি ৩ ছবির আশায়। এদিকে আশিকি ৩ সিনেমায় ঠিক কোন তারকারা অভিনয় করছে ,এই নিয়ে রীতিমতো হট্টগোল শুরু হয়েছিল সমগ্র নেট দুনিয়া। গুঞ্জন উঠেছিল কার্তিক আরিয়ান নাকি আশিকি ৩ ছবিটি করছেন না।তবে সেই গুঞ্জন পুরোপুরি ভুয়ো।ইটাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে এই ছবির শ্যুটিং শুরু হবে।
এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আশিকি ৩ ছবির প্রিপ্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এটা একটা বিশাল বড় ব্র্যান্ড, বড় ফ্র্যাঞ্চাইজি। ফলে কাজ শুরুর আগে অনেকটা সময় ব্যয় করে সব কাজ গুছিয়ে রাখতে হবে। অন্যদিকে এই ছবির পরিচালক অনুরাগ বসু ছবি ও কার্তিকের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'এটা কার্তিকের সঙ্গে আমার প্রথম কাজ, ও যে কতটা পরিশ্রমী সেটা সবাই জানেন। ওর অধ্যবসায়, জেদ, ধৈর্য সবার জানা। আমিও ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
এই নিয়ে অভিনেতা নিজেই তার ইনস্টাগ্রামে এই ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, 'অব তেরে বিন জি লেঙ্গে হাম/ জেহের জিন্দেগি কা পি লেঙ্গে হাম। আশিকি ৩। এই ছবিটা মন জয় করে নেওয়ার মতো হতে চলেছে। অনুরাগ বসুর সঙ্গে আমার প্রথম ছবি।'
উল্লেখ্য , এই ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার। এখানেই প্রথমবার একসঙ্গে কাজ করবেন অনুরাগ বসু ও কার্তিক আরিয়ান। তবে প্রধান মহিলা চরিত্রে কাকে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। যদিও গুঞ্জন রটেছে কার্তিকের প্রাক্তন প্রেমিকা অর্থাৎ সারা আলি খানকেই দেখা যাবে নায়িকা হিসেবে। তবে এখনো পর্যন্ত শিলমোহর পরেনি এই গুঞ্জনের। বলিউডের অন্যতম দুর্দান্ত পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন অভিনেতা।
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ
আপনাকে নিজের অ্যাড দিতে পয়সা দিয়ে আমরা নিয়ে আসিনি , মঞ্চ থেকে নামুন , এই ভাষাতেই তীব্র অপমান করা হলো অভিনেত্রী রুকমাকে
মৃত্যুকালীন অমরনাথ মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৯০ বছর
এদিকে এত কিছুর পরেও প্রাক্তন জামাইকে আশীর্বাদ করলেন আশিসের প্রাক্তন শাশুড়ি শকুন্তলা বড়ুয়া
একেবারে নীলাম্বর বেশে হাতে মাছ তুলে গোপাল ভাঁড়ের মত ছবি পোস্ট , কালারফুল দাদার প্রশংসায় মাতোয়ারা নেটিজেনরা