নিজস্ব প্রতিনিধি , হাওড়া – নানা সমস্যায় জর্জরিত হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। রয়েছে পরিকাঠামোগত সমস্যা। সংস্থার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ।এই পরিবহণ সমিতির বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। দুর্নীতি সহ যাত্রী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তোলে বিজেপি। তবে এই সব সমস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দফতরের মন্ত্রী অরূপ রায় ।
সূত্রের খবর , হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া ফেরিঘাট। এই ফেরিঘাটে লঞ্চ পরিষেবা দেয় এই হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। সংস্থাটি হাওড়া থেকে প্রতিদিন বিভিন্ন রুটে লঞ্চ চালায়। রুটগুলির মধ্যে রয়েছে—শোভাবাজার-বাগবাজার, চাঁদপাল, ফেয়ারলি প্লেস, বাবুঘাট, আর্মেনিয়া ঘাট। প্রতিদিন হাজার হাজার যাত্রী হাওড়া ও কলকাতার মধ্যে নিত্য যাতায়াত করেন এই সংস্থার লঞ্চে চেপেই। এই জলপথ পরিবহণ সমবায় সমিতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না সমিতির কর্মীরা। মঙ্গলবার হুগলী নদী জলপথ পরিবহণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে হাওড়া বিজেপি । এ দিন দুপুরে হাওড়া সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে সংস্থার বিরুদ্ধে যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবাদেওয়া সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাই ।
মঙ্গলবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক উমেশ রাই বলেন, “হুগলী নদী জলপথ পরিবহণ সমিতি মানুষের জীবন নিয়ে খেলা করছে ৷ সংস্থার ২৬ টি ভেসেলের মধ্যে ৬টি সম্পূর্ণভাবে যাত্রী পরিষেবার জন্য অযোগ্য অবস্থাতে রয়েছে। এগুলো বাতিল হওয়ার কথা তবু পরিষেবাতে ব্যবহার করা হচ্ছে। বাকি ৯টি ভেসেলের ফিটনেস সার্টিফিকেট পর্যন্ত নেই। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর ভেসেলের সার্ভে করা দরকার। যদিও এই সংস্থা তা করাচ্ছে না। এক্ষেত্রে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কার?”
তবে এ বিষয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় তৎপর হয়েছেন। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি জানান, ““এই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ এই বিষয় নিয়ে আমি মঙ্গলবার রাতেই পরিবহণ দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সেপ্টেম্বরেই বিধানসভার তার সঙ্গে বৈঠক করব। এই নিয়ে যা প্রয়োজনীয় তা ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, সে যতই বড় হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর